বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপলোড তারিখঃ ১৪-০১-২০২৬ ইং
দামুড়হুদায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দামুড়হুদায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন আর্থ মুভিং সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজিবুল হক এবং দামুড়হুদা উপজেলা এসএসসি ১৯৯২ ব্যাচ। তাদের যৌথ উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে উপজেলার দশমী ঈদগাহ মাঠে এই কম্বল বিতরণ করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উবায়দুর রহমান সাহেল। তিনি বলেন, দামুড়হুদা একটি শীতপ্রবণ এলাকা হওয়ায় এখানকার দরিদ্র ও ছিন্নমূল মানুষ শীতকালে সবচেয়ে বেশি কষ্টের মুখোমুখি হন। এমন পরিস্থিতিতে এসএসসি ৯২ ব্যাচের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়। বহু বছর পরও বন্ধুদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা অটুট রয়েছে, তা সমাজের জন্য একটি দৃষ্টান্ত।
এসএসসি ৯২ ব্যাচ দামুড়হুদা উপজেলা সমন্বয়ক ও সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার এসআই উত্তম কুমার এবং সংগঠনটির দর্শনা থানা সমন্বয়ক আল হেলাল রাজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএসসি ৯২ আস্থা থাকুক বন্ধুত্বায় গ্রুপের দামুড়হুদা উপজেলা, চুয়াডাঙ্গা’র বন্ধু আব্দুল খালেক।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ঢাবিতে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীর সাথে এসএমজে