বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় জামায়াতের অফিস উদ্বোধনকালে অ্যাড. রাসেল

সবাই নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দিবেন
  • আপলোড তারিখঃ ১৩-০১-২০২৬ ইং
আলমডাঙ্গায় জামায়াতের অফিস উদ্বোধনকালে অ্যাড. রাসেল

আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের বদ্দিনাথপুর ও কেশবপুরে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন ও কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত ওই কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ পারভেজ রাসেল।


তিনি বলেন, ‘গোলামিমুক্ত জীবনযাপন করতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে হবে।’ তিনি ভোটারদের ভয়-ভীতি উপেক্ষা করে নিজেদের পছন্দের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান। মাসুদ পারভেজ রাসেল বলেন, ‘আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই। সমাজে কী থাকবে, কী থাকবে না- সে সিদ্ধান্ত নেওয়ার দিন হলো ১২ ফেব্রুয়ারি।’ তিনি আশা প্রকাশ করে বলেন, ইসলামে বিশ্বাসী, জবাবদিহিমূলক নেতৃত্বে আস্থাশীল, মাদকমুক্ত ও দেশপ্রেমিক মানুষ একটি নতুন সমাজ গড়ার পক্ষে রায় দেবে।


তিনি আরও বলেন, ‘আমরা আর স্বৈরশাসন দেখতে চাই না, দুর্নীতি করে কেউ পার পেয়ে যাক- এটাও চাই না। কোনো মানুষ যেন আর আয়নাঘরে না যায়, সেটাই আমাদের প্রত্যাশা।’ এসব অনাচার বন্ধ করতে তিনি ‘হ্যাঁ’-র পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি কাইমুদ্দিন হিরোক, গাংনী-আসমানখালী থানা আমির আব্বাস উদ্দিন, নায়েবে আমির সেলিম রেজা, থানা সেক্রেটারি কামরুল আহসান সোহেল, থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শাজাহান ও ফরিদ উদ্দিন। এছাড়া হারদী ইউনিয়ন আমির মাওলানা গিয়াস উদ্দিন, সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামানসহ দলীয় নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ঢাবিতে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীর সাথে এসএমজে