চুয়াডাঙ্গার পৃথক স্থানে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় চুয়াডাঙ্গা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড বেলগাছি মুসলিম পাড়া ও রাত ৮টায় সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৃথক দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। আজ তাঁর রুহের মাগফিরাত কামনায় আমরা যে দোয়া মাহফিলে একত্রিত হয়েছি, তা শুধু একটি ধর্মীয় আয়োজন নয়- এটি জাতির জন্য তাঁর ত্যাগ, সংগ্রাম ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।’ তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারাবন্দিত্ব, অসুস্থতা ও নানা নির্যাতনের মধ্যেও তিনি কখনো দেশের মানুষের কথা ভুলে যাননি। ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করে তিনি আজীবন সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই করে গেছেন।
মো. শরীফুজ্জামান শরীফ আরও বলেন, আজ দেশ চরম রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যদিয়ে যাচ্ছে। মানুষের বাকস্বাধীনতা নেই, ভোটাধিকার নেই, ন্যায়বিচার নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। এই সংকটময় সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও শিক্ষা আমাদের পথ দেখায়- ন্যায়, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম কখনো থেমে থাকতে পারে না।
তিনি বলেন, বিএনপি সবসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে। আমরা সংঘাত নয়, চাই জনগণের রায়ে সরকার গঠনের অধিকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, বেগম খালেদা জিয়া তা আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও জনগণের আস্থা ও অধিকার ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে।
শেষে শরীফুজ্জামান বলেন, আসুন আমরা সবাই মিলেই মহান আল্লাহর দরবারে দোয়া করি- তিনি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, তাঁর কবরকে নূরে ভরে দেন এবং এই দেশকে দ্রুত গণতন্ত্র, শান্তি ও ন্যায়বিচারের পথে ফিরিয়ে আনেন। একই সঙ্গে তিনি দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে ধৈর্য্য ও শৃঙ্খলার সঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি মুসলিম পাড়ার দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল্লাহ। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শরিফুল আলম বিলাস, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জিতু রায়হান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক সদস্যসচিব শরিফুল ইসলাম রাজা, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসানুর রহমান মিলন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, যুগ্ম আহবায়ক মহাসিন আলী প্রমুখ।
অপর দিকে, আলুকদিয়ায় দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মেম্বার। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা ওলামা দলের সদস্যসচিব হাফেজ মাওলানা মাহাবুল হক, জেলা যুবদলের অর্থ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ টনিক, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি নূর মহম্মদ, যুগ্ম সম্পাদক খাব্বাব হোসেন, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, যুবদল নেতা রানা, সজিব প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক