বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এফএসসি ওয়ান ডে কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন

এফএসসি ব্লাড ফাউন্ডেশন চুয়াডাঙ্গা
  • আপলোড তারিখঃ ০৯-০১-২০২৬ ইং
এফএসসি ওয়ান ডে কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন

এফএসসি ওয়ান ডে কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে এফএসসি ব্লাড ফাউন্ডেশন চুয়াডাঙ্গা। গতকাল শুক্রবার ফাইনাল খেলায় লালন স্মৃতি একাদশ, ফার্মপাড়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এফএসসি ব্লাড ফাউন্ডেশন চুয়াডাঙ্গা। এই টুর্নামেন্টের আয়োজন করে ফাইভ স্টার ক্লাব ফার্মপাড়া ও এফএসসি ফুটবল একাডেমি চুয়াডাঙ্গা।


টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জুয়েল মাহমুদ, মতিউর রহমান মিশর, আহসানুল রহমান মিলন, আরিফ হোসেন, মোস্তাফিজুর রহমান পিকু, আজাদ হোসেন, রাজিব, তালাত, হাসান, আলাল ও কামাল। খেলা পরিচালনা করেন শান্তি রহমান এবং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন বিপ্পা।


খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। আয়োজকেরা ভবিষ্যতে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। এ টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো- নব জোওয়ান ফুটবল একাডেমি, দামুড়হুদা, ভোরের শিশির ক্লাব, ফাইভ স্টার ক্লাব, ফার্মপাড়া, এফএসসি  ফুটবল একাডেমি, চুয়াডাঙ্গা, এফএসসি ব্লাড ফাউন্ডেশন, চুয়াডাঙ্গা ও লালন স্মৃতি একাদশ, ফার্মপাড়া।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ঢাবিতে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীর সাথে এসএমজে