চুয়াডাঙ্গায় জেলা লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় লিগ্যাল এইড অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি চুয়াডাঙ্গা সিনিয়র জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম। তিনি বলেন, মামলার অগ্রগতি নিয়ে লিগ্যাল এইড অফিসারের সাথে আইনজীবীদের নিয়মিত যোগাযোগ রাখতে হবে। এছাড়া মামলার ব্যাপারে আন্তরিত হতে হবে। আইন প্রয়োগ করলে বিচার ব্যবস্থায় গতি বাড়বে।
তিনি আরও বলেন, লিগ্যাল এইড শুধু একটি সরকারি কার্যক্রম নয়, এটি সমাজের অসহায়, দরিদ্র ও প্রান্তিক মানুষের ন্যায়বিচার পাওয়ার অন্যতম ভরসা। অর্থের অভাবে যেন কোনো মানুষ আইনের সহায়তা থেকে বঞ্চিত না হয়, এটাই লিগ্যাল এইড কার্যক্রমের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা জেলার প্রত্যন্ত অঞ্চলে এখনও অনেক মানুষ আছেন, যারা লিগ্যাল এইডের সুযোগ সম্পর্কে জানেন না। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে হবে, যাতে প্রকৃত ভুক্তভোগীরা সময়মতো আইনি সহায়তা পান।
তিনি উল্লেখ করেন, ‘লিগ্যাল এইড মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আইনজীবী, বিচার বিভাগ, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে। আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করলে চুয়াডাঙ্গা জেলা লিগ্যাল এইড কমিটিকে একটি কার্যকর ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপ দেয়া সম্ভব হবে। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রত্যেকের দায়িত্ববোধ ও আন্তরিকতা প্রয়োজন।’
প্রত্যেক মাসিক সভায় পাঁচজন প্যানেল আইনজীবীর উপস্থিতির সিদ্ধান্ত অনুযায়ী গতকালের সভায় চারজন উপস্থিত ছিলেন। সভায় সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে আসন্ন জাতীয় নির্বাচনের পর লিফলেট বিতরণ, জনসচেতনতামূলক সেমিনার ও বিলবোর্ড স্থাপন এবং স্থানীয় দৈনিক পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া পূর্ববর্তী সভার কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন, আইনগত সহায়তা প্রদানের আবেদনপত্র সমূহের ওপর অবগতি ও সিদ্ধান্ত গ্রহণ, নিয়োগকৃত আইনজীবীগণের দাখিলি বিল অনুমোদসহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
চিফ লিগ্যাল এইড অফিসার মোরশেদ আলমের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাজাহান আলী, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, শহর সমাজসেবা কর্মকর্তা নাজমুল হোসেন, জেল সুপার আসাদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ সারোয়ার বাবু, জিপি আব্দুল খালেক, আইনজীবী সমিতির সেক্রেটারি মানি খন্দকার, বিশেষ পিপি এম.এম. শাহাজাহান মুকুল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, প্রেসক্লাবের সেক্রেটারি শাহ আলম সনি, সিনিয়র সাংবাদিক মানিক আকবর, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী মাহমুদ হাসান ও প্রত্যাশার সমন্বয়কারী সাইদুর রহমান।
নিজস্ব প্রতিবেদক