মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ১২-১১-২০১৭ ইং
মেহেরপুরে সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
মেহেরপুর অফিস: মেহেরপুরে সীমান্ত ব্যবস্থাপনা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। মতবিনিময় সভায় রোহিঙ্গা পুশইন ও পুশব্যাক, মাদক ও চোরাচালান বন্ধসহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মতবিনিময় সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিদায়ী পরিচালক লে. কর্নেল রাশিদুল আলম, মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল আলম, উপদেষ্টা তুহিন আরন্য, কালেরকন্ঠ প্রতিনিধি ইয়াদুল মোমিন, চ্যানেল ২৪ এর প্রতিনিধি রাসেদুজ্জামান, ইত্তেফাক এর প্রতিনিধি আমিরুল ইসলাম, বিজয়টিভি প্রতিনিধি তৌহিদ উদ রেজা, বাংলা নিউজ প্রতিনিধি জুলফিকার আলী কানন প্রমুখ। এসময় সেখানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসান, চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের নবাগত পরিচালক লে. কর্ণেল ইমাম হাসান, ৪৭ বিজিবি’র অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর আ ন ম নজরুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণপদ পাল, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল আলম, উপদেষ্টা তুহিন আরন্য প্রমুখ। জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অবহিতকরণ ও মতবিনিময় সভায় অংশগ্রহন করেন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নে ধানের শীষের জনস্রোত, পথসভায় শরীফুজ্জামান শরীফ