রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার চিৎলায় জনতার ঢলে শরীফুজ্জামান শরীফের প্রচারণায় উৎসব

কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের বিজয় আনতে মাঠে থাকব
  • আপলোড তারিখঃ ০৩-১১-২০২৫ ইং
আলমডাঙ্গার চিৎলায় জনতার ঢলে শরীফুজ্জামান শরীফের প্রচারণায় উৎসব

চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের ধানের শীষের প্রচারণার কৌশলই এখন ভিন্নমাত্রা যোগ করেছে। পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে হলেও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাঁর প্রচারণাকে পথসভা, জনসভা বা শোভাযাত্রার রূপ দিচ্ছে। প্রিয় নেতাকে ঘিরে সাধারণ মানুষের আবেগ, আস্থা ও ভালোবাসার এই বাঁধনই তাঁর গণসংযোগকে প্রতিদিন এক উৎসবে পরিণত করছে। গতকাল  রোববারও চুয়াডাঙ্গা সদর উপজেলার চিৎলা ইউনিয়নে গণসংযোগ করেন বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ।

প্রিয় নেতার আসার খবর পেয়ে ইউনিয়নটির হাপানিয়া গ্রামের নারী ও পুরুষেরা তাৎক্ষণিকভাবে এক স্বতঃস্ফূর্ত পথসভার আয়োজন করে। গণসংযোগের ফাঁকে সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শরীফুজ্জামান শরীফ। বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত তিনি নওদা হাপানিয়া, রুইতনপুর, আন্দিপুরসহ চিৎলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের মাঝে ধানের শীষের পক্ষে প্রচারণা চালান। এই সময় প্রিয় নেতাকে পাশে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হন এবং নিজেদের দুঃখ-কষ্টের কথা ব্যক্ত করেন।

উপস্থিত কর্মী ও জনগণের উদ্দেশে শরীফুজ্জামান শরীফ বিগত ১৭ বছরের বঞ্চনা এবং ভবিষ্যৎ সমৃদ্ধির একটি পরিষ্কার চিত্র তুলে ধরে বলেন, ‘আজকে আপনারা যে ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছেন, তা শুধু আমার জন্য নয়; এটি হলো ১৭ বছরের বঞ্চনার পর ভোটাধিকার ফিরে পাওয়ার আকুতি। আমরা এই স্বৈরাচারী সরকারের কারণে সমস্ত অধিকার থেকে বঞ্চিত ছিলাম। মামলা, হামলা, নিপীড়ন-নির্যাতন দিয়ে যারা জাতীয়তাবাদী দলের কর্মীদের দমনের চেষ্টা করেছে, তাদের পতন হয়েছে আপনাদের আন্দোলনের ফসল হিসেবে।’

তিনি আরও বলেন, ‘আমরা শুধু ক্ষমতায় যেতে চাই না, আমরা রাষ্ট্রের প্রতিটি কাঠামোকে মেরামত করতে চাই- যা শহীদ জিয়ার আদর্শ ছিল। আমাদের স্বপ্ন হলো দুর্নীতিমুক্ত বাংলাদেশ, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা এবং সমৃদ্ধশালী এক দেশ। আমাদের সেই স্বপ্নের রূপকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ দেশের উন্নয়ন করার জন্য তিনি ৩১ দফা কর্মসূচি দিয়েছেন, যা কৃষক, ছাত্র, শিক্ষক, মা-বোন, শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের মুক্তির দলিল। আপনারা প্রস্তুতি নেন। আগামী সপ্তাহ থেকে প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে আমাদের ৩১ দফার প্রচারের উদ্যোগ আমরা নিয়েছি। একেকটি ইউনিয়নে কমপক্ষে ৯০টি জায়গায় আমরা প্রজেক্টরের মাধ্যমে এই মুক্তির দলিল দেখানোর চেষ্টা করব। আপনারা ইউনিয়ন-ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ এতে সহযোগিতা করবেন। আমাদের লক্ষ্য আগামী নির্বাচনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনার জন্য মাঠে থাকব। আপনারা বাড়িতে বাড়িতে যান, ভোটারদের এই ৩১ দফা বোঝান। কারণ, এটাই আমাদের মুক্তির দলিল।’

এসময় শরীফুজ্জামানের সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ছালাম বিপ্লব, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিব ফেরদৌস হাসান পাপেন, সাধারণ সম্পাদক মহাসিন আলী বিশ্বাস, যুগ্ম সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ সরোয়ার রোমান, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক চৌধুরী আলম বাবু, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব খালেদ সালেহীন রাজু, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হক মাবুদ, যুবদল নেতা ও চিৎলা ইউনিয়ন পরিষদের কাউন্সিলর বেল্টু, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, পৌর ছাত্রদলের সদস্য শাহারু আহমেদসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

জীবননগর উপজেলা ও পৌর শ্রমিকদলের কমিটি অনুমোদন