বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা

টার্ন আউট, খতিয়ান বিশ্লেষণ, সাক্ষাৎকার ও প্যারেড অনুষ্ঠিত
  • আপলোড তারিখঃ ১৫-১০-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় শুরু হওয়া এ পরীক্ষায় টার্ন আউট, চাকরির খতিয়ান বিশ্লেষণ, সাক্ষাৎকার গ্রহণ ও প্যারেড মূল্যায়ন সম্পন্ন হয়।


বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় কনস্টেবল থেকে নায়েক, নায়েক থেকে এএসআই (সশস্ত্র), এবং এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) পদে প্রার্থীরা অংশ নেন। এ সময় মোট ২৩ জন পুলিশ সদস্য পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে কনস্টেবল থেকে নায়েক পদে ১৫ জন, নায়েক থেকে এএসআই (সশস্ত্র) পদে ১ জন এবং এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) পদে ৭ জন।


চুয়াডাঙ্গা জেলার বিভাগীয় পদোন্নতি পরীক্ষার বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা। বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদ, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম এবং পুলিশ লাইন্স চুয়াডাঙ্গার আরআই খন্দকার রুহুল আমিন।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা বণিক সমিতির বিশেষ বর্ধিত সভা