একটি শিশুর হাসিতে যেমন লুকিয়ে থাকে পৃথিবীর সমস্ত আনন্দ, তেমনি তার প্রথম জন্মদিন ঘিরে থাকে অগণিত ভালোবাসা, দোয়া ও উচ্ছ্বাস। আজ সেই আনন্দঘন দিন- ফাবিয়া ওয়াহিদের প্রথম জন্মদিন। গত বছরের এই দিনে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স রিটা খাতুনের কোলে জন্ম নেয় ফুটফুটে এক কন্যা সন্তান। শিশুটির মুখে ছিল প্রশান্তির ছোঁয়া, চোখে ছিল নতুন জীবনের দীপ্তি। বাবা ফেরদৌস ওয়াহিদ- দৈনিক সময়ের সমীকরণ-এর সহকারী বার্তা সম্পাদক ও বার্তা২৪.কমের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি, সেই মুহূর্তকে আজও স্মরণ করেন একরাশ আবেগে।
ফাবিয়ার জন্ম যেন তাদের পরিবারে নতুন আলো এনে দেয়। সেই আলোয় উদ্ভাসিত হয়ে আজ ফাবিয়া পা রাখল জীবনের দ্বিতীয় বছরে। বাবা-মা এই বিশেষ দিনে কন্যার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন- সে যেন সুস্থ, সুন্দর ও স্বপ্নে ভরা জীবন পায়।
এদিকে, ফাবিয়ার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক সময়ের সমীকরণ-এর সম্পাদক ও প্রকাশক শরীফুজ্জামান শরীফ, প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, রুদ্র রাসেলসহ সমীকরণ পরিবারের সকল সদস্য।