বুধবার, ১৬ জুলাই, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাদকের ভয়াবহতা

  • আপলোড তারিখঃ ০২-০৭-২০২৫ ইং
মাদকের ভয়াবহতা

মাদক বলতে বোঝায় এমন রাসায়নিক পদার্থ, যা সেবনের ফলে মানুষের শারীরিক, মানসিক , সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি সাধন করে। এটি আসক্তি সৃষ্টি করে এবং ধীরে ধীরে ব্যক্তিকে ধ্বংসের পথে নিয়ে যায়। মাদক মানুষের শরীর ও মনের উপর মারাত্মক ক্ষতি সাধন করে। এটি মানুষের শারীরিক শক্তি নষ্ট করে দেয়। মাদক গ্রহণের ফলে লিভার, কিডনি, ফুসফুস এবং হৃৎপি-রে কার্যক্ষমতা নষ্ট হতে থাকে। মাদকাসক্ত ব্যক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং নানা জটিল রোগে আক্রান্ত হয়। অনেক সময় অতিরিক্ত মাদক সেবনের ফলে হঠাৎ মৃত্যু ঘটে। মাদক মানসিক স্বাস্থ্যও নষ্ট করে দেয়। মাদকাসক্ত ব্যক্তি সহজেই উত্তেজিত হয় এবং অল্পতেই রাগ করে। তার আচরণে অস্বাভাবিকতা দেখা যায়। স্মৃতিশক্তি লোপ পায়, মনোযোগের অভাব হয় এবং ব্যক্তিটি ভ্রম বা কল্পনার জগতে বাস করতে শুরু করে। অনেক সময় সে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিয়ে ফেলে। মাদক পারিবারিক ও সামাজিক জীবনে চরম অশান্তি ডেকে আনে। মাদকাসক্ত ব্যক্তি পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়। সে মিথ্যা কথা বলে, টাকা চুরি করে এবং পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ করে। সমাজে তার মান-সম্মান নষ্ট হয় এবং সে এক সময় চোর, ছিনতাইকারী বা খুনি পর্যন্ত হয়ে যেতে পারে। বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজনের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায়। অর্থনৈতিক দিক থেকেও মাদক ভয়াবহ ক্ষতি আনে। মাদক কিনতে গিয়ে আয়-রোজগারের টাকা নষ্ট হয়। অনেক সময় মাদকাসক্ত ব্যক্তি পরিবারের সম্পদ, স্বর্ণালঙ্কার বা জমিজমা বিক্রি করে মাদক কেনে। ফলে পরিবার চরম দারিদর্্েযর মধ্যে পড়ে যায় এবং অশান্তি নেমে আসে। সবচেয়ে ভয়াবহ হলো, মাদক একটি জাতির যুবসমাজকে ধ্বংস করে দেয়। যুবশক্তি ধ্বংস হলে দেশের উন্নয়ন ব্যাহত হয় এবং জাতি মেধাশূন্য হয়ে পড়ে। মাদক সমাজে অপরাধ, নৈরাজ্য, দুর্নীতি ও সামাজিক অবক্ষয়ের জন্ম দেয়, যা পুরো জাতির অগ্রযাত্রাকে রুদ্ধ করে দেয়। 



কমেন্ট বক্স
notebook

নৈশপ্রহরী না থাকায় নিরাপত্তাহীন দত্তনগর হাইস্কুল