মেহেরপুরের গাংনীতে দীর্ঘদিন অবহেলিত পড়ে থাকা কেন্দ্রীয় জামে মসজিদের ওজুখানার সংলগ্ন রাস্তা অবশেষে মেরামতের কাজ শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে রাবিশ ও মাটি দিয়ে নিজ উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ করেন তাঁরা। জানা গেছে, প্রায় দুই বছর ধরে সংস্কারবিহীন পড়ে থাকা এই রাস্তাটি বর্ষা মৌসুমে কাদা আর পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় মুসল্লিদের দুর্ভোগ চরমে পৌঁছায়। ওজুখানায় যেতে গিয়ে পা পিছলে পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে একাধিকবার।
রাস্তা মেরামত কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা জামায়াতের শূরা সদস্য ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য প্রার্থী নাজমুল হুদা। তার সঙ্গে ছিলেন গাংনী পৌর জামায়াতের আমির আহসানুল হক, বায়তুলমাল সম্পাদক জিল্লুর রহমানসহ অন্যান্য নেতা-কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় প্রায় দুই বছর আগে গাংনী কেন্দ্রীয় জামে মসজিদের ওজুখানা ভেঙে ফেলা হয়। একই সময় পৌরসভার উদ্যোগে ড্রেন নির্মাণকাজ শুরু হলেও উভয় প্রকল্পই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ফলে মসজিদে যাতায়াত ও ওজু করা দুর্বিষহ হয়ে দাঁড়ায়।
এ প্রসঙ্গে জেলা জামায়াতের শূরা সদস্য নাজমুল হুদা বলেন, ‘রাস্তা না থাকায় মুসল্লিদের মসজিদের ওজুখানায় যাওয়া দুঃসাধ্য হয়ে পড়েছিল। বৃষ্টি হলে চলাচল একেবারেই বন্ধ হয়ে যেত। একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো ফল হয়নি। তাই সরকারি সাহায্যের আশায় বসে না থেকে আমরা নিজেরাই উদ্যোগ নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আল্লাহর ঘরের জন্য কিছু করতে পারা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আমরা রাজনীতি করি জনগণের জন্য, ইসলামের জন্য-শুধু অভিযোগ করে বসে থাকলে চলবে না।’ স্থানীয়দের অভিযোগ, পৌর কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও বাস্তবে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। তাই জামায়াতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।