বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাজেট নিয়ে মতামত ১ হাজার শব্দের বেশি নয়: অর্থ মন্ত্রণালয়

  • আপলোড তারিখঃ ১৩-০৬-২০২৫ ইং
বাজেট নিয়ে মতামত ১ হাজার শব্দের বেশি নয়: অর্থ মন্ত্রণালয়

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ নাগরিক, ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও গবেষণা সংস্থাগুলোর মতামত নিতে যাচ্ছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, ১৫ থেকে ১৯ জুন পর্যন্ত এই মতামত গ্রহণ করা হবে। মতামতের জন্য শব্দসীমা সর্বোচ্চ ১ হাজার নির্ধারণ করেছে মন্ত্রণালয়। ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’ প্রতিপাদ্য নিয়ে এবারের বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ২ জুন প্রস্তাবিত বাজেটটি বিটিভির মাধ্যমে সম্প্রচার করা হয়। সাম্প্রতিক রাজনৈতিক রদবদলের পর নতুন বাস্তবতায় এটি প্রস্তুত করা হয়েছে।

মতামত দিতে আগ্রহীদের অর্থ বিভাগের ওয়েবসাইটে (যঃঃঢ়ং://সড়ভ.ঢ়ড়ৎঃধষ.মড়া.নফ) প্রবেশ করে ‘জাতীয় বাজেট ২০২৫-২৬-এর ওপর মতামত’ শিরোনামের লিংকে যেতে হবে। সেখানে নাম, ই-মেইল ও মোবাইল নম্বর দিয়ে নিবন্ধনের পর মতামত দেওয়া যাবে।

প্রাপ্ত মতামত যাচাই-বাছাই করে ২০ ও ২১ জুন চূড়ান্ত বাজেটের খসড়া প্রস্তুত করবে অর্থ মন্ত্রণালয়। এরপর ২২ জুন উপদেষ্টা পরিষদের সভায় তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। চূড়ান্ত অনুমোদনের পর বাজেটটি রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে জারি করা হবে এবং আগামী ১ জুলাই থেকে তা কার্যকর হবে।




কমেন্ট বক্স
notebook

নৈশপ্রহরী না থাকায় নিরাপত্তাহীন দত্তনগর হাইস্কুল