চুয়াডাঙ্গার জীবননগরে গোপন অভিযানে প্রায় দেড় কেজি কোকেন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার পেয়ারাতলা গ্রামে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর বিওপির নায়েক কামাল হোসেনের নেতৃত্বে একটি টহল দল পেয়ারাতলা এলাকায় অভিযান চালায়। সীমান্তের ৬৯ নম্বর খুঁটি থেকে আনুমানিক ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পেয়ারাতলা গ্রামের রাস্তার পাশের একটি জঙ্গলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৪৩০ গ্রাম ভারতীয় কোকেন উদ্ধার করা হয়।
৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মাদকের উৎস ও সংশ্লিষ্টদের চিহ্নিত করতে তদন্ত চলমান রয়েছে।