সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে অ্যাটর্নি জেনারেল

আ.লীগের পথে হাঁটলে আপনারাও হারিয়ে যাবেন
  • আপলোড তারিখঃ ০৫-০৬-২০২৫ ইং
ঝিনাইদহে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে অ্যাটর্নি জেনারেল

‘আওয়ামী লীগের পথে হাঁটলে আপনারাও রাজনীতি থেকে হারিয়ে যাবেন’- দেশের রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে এমন হুঁশিয়ারি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের চেতনা বৈষম্যহীন সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার চেতনা। আওয়ামী লীগ গুম, খুন, মামলাবাজি, টেন্ডার বাণিজ্য ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। তারা আজ ইতিহাসের আস্তাকুঁড়ে।’ গতকাল বুধবার বেলা ১১টায় ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক অডিটরিয়ামে জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত স্মৃতিচারণ ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। ‘দ্য হিরো’স অব ঝিনাইদহ’ স্লোগানে অনুষ্ঠানটির আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘২০০৮ সালের পর থেকে আওয়ামী লীগ সরকার গুম করেছে ৭০০ মানুষকে, বিনা বিচারে হত্যা করেছে সাড়ে ৪ হাজার মানুষকে, গায়েবি মামলা দিয়েছে ৬০ লাখ মানুষের বিরুদ্ধে। আজ তারা দেশ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। আওয়ামী লীগের পথ ছিল অন্ধকার, ছিল কানাগলি। সেই পথ অনুসরণ করলে ইতিহাস ক্ষমা করবে না।’ তিনি আরও বলেন, ‘এই সরকার ক্ষমতায় আসার পর কেউ গুম হয়নি, একটি গায়েবি মামলাও হয়নি। জুলাই বিপ্লবের চেতনা হচ্ছে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ।’

ছাত্র ও রাজনৈতিক সংগঠনগুলোর প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘জুলাই-আগস্টের কঠিন গিরিপথ পেরিয়ে ছাত্র-জনতা বিপ্লব সফল করেছেন। এখন যদি কেউ অসহিষ্ণু বক্তব্য দেন, একে অপরকে অসম্মান করেন, তবে ঐক্য বিনষ্ট হবে। ঐক্য ভাঙলে বিপ্লব ব্যর্থ হবে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রিফাত রশিদ। সঞ্চালনায় ছিলেন ঝিনাইদহ শাখার সদস্য সচিব সাইদুর রহমান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএ মজিদ, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি এইচএম মোমতাজুল করীম, জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর, ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আবু হুরায়রা, ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন এবং সদর হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠানে জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে জুলাই অভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের সদস্যদের মধ্যে অতিথিরা ঈদ উপহার সমাগ্রী তুলে দেন।



কমেন্ট বক্স