সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে হাসপাতালের অনিয়ম-দুর্নীতি বিরুদ্ধে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ১৬-০৫-২০২৫ ইং
মেহেরপুরে হাসপাতালের অনিয়ম-দুর্নীতি বিরুদ্ধে মানববন্ধন

মেহেরপুর জেনারেল হাসপাতালের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা বন্ধ, তত্ত্বাবধায়ক অপসারণ, ২৫০ শয্যা চালু ও বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ, দালাল নিধনসহ হাসপাতালে রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুরের সর্বস্তরের জনতার ব্যানারে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, জাতীয় নাগরিক পার্টির সদস্য সাহেব মাহমুদ, খন্দকার মুইজ, লিটন হোসেন প্রমুখ।

মানববন্ধনে ভর্তিরত রোগীদের স্বজন ও অত্র এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এবং রোগীদের স্বজনরা চিকিৎসার জন্য আন্দোলনকারীদের সাথে ঐক্যমত প্রকাশ করেন। মানববন্ধনে বক্তারা হাসপাতালের ডাক্তার, নার্সসহ অন্যান্যদের অনিয়ম-দুর্নীতির সকল তথ্য তুলে ধরেন। এক মাসের মধ্যে সকল সমস্যার সমাধান না হলে আবারও জুলাই-আগস্টের মতো আন্দোলন করা হবে বলেও হুঁঁশিয়ারি দেন তারা।



কমেন্ট বক্স
notebook

পানি খেতে গিয়ে বিদ্যুতের ফাঁদে যুবকের মৃত্যু