আলমডাঙ্গায় ৭০ বছরের বৃদ্ধের আত্মহত্যা!
- আপলোড তারিখঃ ১৫-০৯-২০১৭ ইং
আলমডাঙ্গা/ মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জাহাপুরে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। গত বুধবার রাত ৯টার দিকে কিটনাশক পান করে আত্মহত্যা করেন। তিনি জাহাপুর গ্রামের মৃত সৈয়দ আলী বিশ্বাসের ছেলে ৭০ বছর বয়সী আলতাফ বিশ্বাস।
গ্রাম সুত্রে জানা গেছে, আলমডাঙ্গার নাগদহের জাহাপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে আলতাফ বিশ্বাস বয়সের ভারে নুয়ে পড়েছেন। স্ত্রী ও ৪ ছেলে ও ছেলের বৌদের নিয়ে থাকেন। তার স্ত্রীও দির্ঘ্য দিন ধরে অসুস্থ হয়ে বিছানাগত রয়েছে। প্রতিমাসে বুড়ো বুড়ির ৪ ছেলের বাড়িতে পালা করে খাবারের ব্যবস্থা রয়েছে। গত পরশু বুধবার সন্ধ্যায় খাবার দেবার সময় এক ছেলের বউ খাবারের খোটা দেয়। সয়তে না পেরে তিনি বিষপানে আত্মহত্যা করেন।
পরিবারের লোকজন বলেন, সৈয়দ আলী দীর্ঘদিন ধরে অসুস্থ হয়েছিলেন। বিভিন্ন রোগের যন্ত্রনায় তিনি আত্মহত্যা করেন। গতকাল সকালে মাইকে প্রচার করে দাফনের সময় জানিয়ে দেওয়া হয়। মাইকে বলা হয় স্বাভাবিক মৃত্যু হয়েছে। বাদ আছর লাশের গোসল করিয়ে কাফন পরিয়ে দাফনের প্রস্তুতি নেওয়া কালে ঘোলদাড়ী ফাড়ি পুলিশের এসআই ফারুক সঙ্গিয় ফোর্স নিয়ে দাফনের বাধাঁ দেন। লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তে পাঠায়। এলাকাবাসী জানায়, কোন মানুষ আত্মহত্যা করলে থানায় অপমৃত্যু মামলা করতে হয়। কিন্তু কেন পুলিশে না জানিয়ে স্বাভাবিক মৃত্যু বলে প্রচার করে দাফনের চেষ্টা করা হলো। এমন প্রশ্নের জবাব যেমন পাওয়া যায় নি তেমনি ঘটনার রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি।
কমেন্ট বক্স