বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ধান কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ : উভয় পক্ষের ১৩ জন জখম

  • আপলোড তারিখঃ ০৫-০৯-২০১৭ ইং
আলমডাঙ্গায় ধান কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ : উভয় পক্ষের ১৩ জন জখম
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের গুরুতর জখম হয়েছে ১৩ জন। গতকাল সোমবার সকালে আলমডাঙ্গার চিলাভালকি গ্রামে ধারালো অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে এক পক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার চিলাভালকি গ্রামের লিটু শাহ, আশরাফ আলী, আজিজুল হক, শাহাবুদ্দিন, আমজাদ হোসেন, তোফায়েল হোসেন, কামাল হোসেন, আশাদুল হক, সেলিম উদ্দিন, বিপ্লব হোসেন, ইবারত হোসেন ও মোশারেফ হোসেন। গ্রামসূত্রে জানা গেছে, কয়েক মাস ধরে গ্রামের ইদগাহ মাঠে ঢোকার পথ নিয়ে দু’পক্ষের মধ্যে গ-গোল চলে আসছে। এরই মধ্যে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আমজাদ হোসেনের লোকজন গ্রামের পাকড়াতলা মাঠে নিজেদের জমিতে ধান কাটতে গেলে আব্দুল কুদ্দুসের লোকজন বাধা দেয়। এতে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে আহত হয় ১৩ জন। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এক পক্ষের আবদুল কুদ্দস জানান, প্রতিপক্ষের লোকজন ঈদগাহ মসজিদে যাওয়ার পথে পগার (গর্ত) কাটছিল। এতে বাধা দিলে তারা রামদা, ফালাসহ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। অপর পক্ষের মোশারেফ হোসেন জানান, আমাদের জমির ধান কাটতে গেলে তারা বাধা দেয়। এতে তারা ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে কোপায় আমাদের লোকজনকে। আলমডাঙ্গা থানার ওসি আকরাম হোসেন জানান, ‘ধান কাটা নিয়ে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’


কমেন্ট বক্স
notebook

হারদী ইউনিয়নে ধানের শীষের প্রচারণায় শরীফুজ্জামান শরীফের পাশে তৃণমূলের ঢল