ঝিনাইদহে মাটি বোঝায় ট্রাক্টরে অতিষ্ঠ জনজীবন
- আপলোড তারিখঃ ১৫-০১-২০২১ ইং
প্রতিবেদক, ডাকবাংলা:
ঝিনাইদহ সদর উপজেলার কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছে মাটি বোঝাই ট্রাক্টরের শব্দে। সদর উপজেলার সাগান্না, সাধুহাটি ও মধুহাটি ইউনিয়নের ডহরপুকুরিয়া, আনান্দনগর, বাদপুকুরিয়া, ডুগডুগি, বড়বাড়ি, শ্যামনগর, যাদুপপুর, নারায়নপুর, বাটিকাডাঙ্গা, নাথকুণ্ডু, সাধুহাটি, বৈডাঙ্গা, সাগান্না, বকশিপুরসহ আরও অনেক গ্রামের মানুষের ঘুম ভাঙে পাখিদের ঘুম ভাঙার পূর্বেই। অসংখ্য মাটি বহনকারী ট্রাক্টরের বিকট শব্দে যেন হারিয়ে গেছে পাখিদের কলরব।
সমস্ত রাস্তা ধোঁয়াটে হয়ে যায় ট্রাক্ট্ররগুলোর দ্রুত যাতায়াতের কারণে। এ যেন এক বিশাল প্রতিযোগিতা। প্রভাবশালী মাটি ব্যবসায়ীদের অসম প্রতিযোগিতায় তাঁদের কাছে সাধারণ মানুষ অসহায়। আর কম দামে মাটি পাওয়ার আশায় কাস্টমাররাও প্রয়োজনের অতিরিক্ত মাটি সংগ্রহ করে রাখছে যার যার ইচ্ছেমতো। এতে বিশেষ করে দীর্ঘদিন ডাকবাংলা ত্রিমহনী হতে বাজার গোপালপুর সড়কটির কাজ বন্ধ থাকায় আরও ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। তাতে একদিকে রাস্তার লাল ধুলা, অন্যদিকে অতিরিক্ত মাটি বোঝায় করা অদক্ষ ট্রাক্টর ড্রাইভারের দাঁপিয়ে বেড়ানোতে রাস্তাঘাটের বিভিন্ন স্থানে ভেঙে যাচ্ছে এবং এলাকার পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আবাদি জমি নষ্ট করে ভেকু দিয়ে মাটি কেটে সেই ভেকু দিয়েই ট্রাক্টর বোঝায় করে সরকারি রাস্তা নষ্ট করে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। দ্রুত মাটি নামিয়ে আবার চলে যায় নতুন করে মাটি আনতে। এভাবে মাটি আনা-নেওয়ার প্রতিযোগিতা চলে প্রায় সারাটা দিন। সাগান্না ও সাধুহাটি ইউনিয়নের মানুষেরা অভিযোগ করে বলেন, বারবার নিষেধ করা সত্বেও তারা আরো বেশি করে ট্রাক্টর নিয়ে হাজির হয়।
আরও জানা গেছে, মাটি ব্যবসায়ীদের কয়েকদফা ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে জরিমানা আদায় করলেও কয়েকদিনের মধ্যে আবার শুরু করে মাটি কাটা এতে করে এলাকাবাসী ক্ষোভে ফুঁসে উঠেছে। এদের অত্যাচারে এলাকাবাসীর জনজীবন অতিষ্ঠ হয়ে ঊঠেছে। এ অবস্থা থেকে বাঁচতে এলাকার লোকজন ঝিনাইদহ জেলা প্রশাসকের হস্তক্ষেত কামনা করে।
এবিষয়ে একাধিক এলাকাবাসীসহ পথচারীরা বলেন, ভোরে পাখিডাকার পূর্বেই অসংখ্য মাটি বোঝায় ট্রাক্টরের বিকট শব্দে আমাদের ঘুম ভাঙে। গ্রাম-গঞ্জের রাস্তা দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে দাড়িয়েছে। ঝিনাইদহ জেলা প্রশাসক এর নিকট আমাদের দাবি অতিদ্রুত ত্রিমহনী থেকে বাজার গোপাল পুর সড়কটি মেরামত করাসহ আবাদি জমি নষ্ট করে পুকুর খনন ও মাটি ব্যবসায়ীসহ অবৈধ ট্রাক্টর ড্রাইভারদের দ্রুত আইনের আওতায় এনে সাধারণ জনগণকে এ ভোগান্তি থেকে করবেন।
এ বিষয়ে ৩ নম্বর সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আলাউদ্দিন আল-মামুন বলেন, ডাকবাংলা ত্রিমহনী থেকে বাজার গোপালপুর সড়কটির কাজ দীর্ঘ দিন বন্ধ থাকার করণে এই রাস্তাটি দিয়ে চলাচল করা একেবারে অনুপযোগী হয়ে পড়েছে আবার আবাদি জমি নষ্ট করে ভেকু দিয়ে মাটি কেটে ট্রাক্টর বোঝায় করে সরকারি রাস্তা নষ্ট করে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। এতে করে রাস্তাঘাট স্থানে স্থানে ভেঙে যাচ্ছে এবং এলাকার পরিস্থিতি ধুলো-বালিতে দিন দিন খারাপ হচ্ছে। তাই উর্ধ্বতন কর্মকতাদের নিকট আকুল আবেদন আমাদের এই ভয়াবহ অবস্থা থেকে বাঁচতে সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন।
কমেন্ট বক্স