চুয়াডাঙ্গা পৌরসভার গণশুনানিতেই আদায় ২৮ হাজার টাকা
- আপলোড তারিখঃ ২২-০৫-২০১৯ ইং
বিশেষ প্রতিবেদক:
২০১৯-২০২০ অর্থ বছর হতে ৫ বছরের জন্য চুয়াডাঙ্গা পৌরসভার নাগরিকদের স্থাবর (আবাসিক) সম্পত্তির উপর পৌরকর পুনঃনির্ধারণে ৭নং ওয়ার্ডের কুলচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণশুনানি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ শুনানি করা হয়। কর আদায়কর্মীদের সঙ্গে নিয়ে স্ব শরীরে উপস্থিত থেকে শুনানি করেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। ফলে বর্ধিত কর নিয়ে আপত্তি ও কমানোর আবেদনকারীদের উপস্থিতিতে অনেকাংশে কমানো হয় বর্ধিত পৌরকর এবং তা পুনঃনির্ধারণও করা হয়। এরআগে নাগরিকদের স্থাবর সম্পত্তির অনুসন্ধান নথি হাতে নিয়ে কর বাড়ানোর কারণদর্শানো হয়। তারপর নাগরিকদের আয় ও সম্পদের উপর ভিত্তি করে তাদের সাধ্যমতো পৌরকর নির্ধারণ করে দেন মেয়র। এদিন এলাকার ৩৮২টি হোল্ডিংয়ের মধ্যে ১৮২টি শুনানি করা হয়। বকেয়া কর আদায় হয় ৭৯টি হোল্ডিং থেকে ২৮ হাজার ১২০ টাকা। পৌর কর্তৃপক্ষের ধারাবাহিক এ কর্মকান্ডে খুশি হয়ে সাধুবাদ জানিয়েছেন সাধারণ নাগরিক ও ব্যবসায়ীরা।
কমেন্ট বক্স