বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার বেলগাছিতে সাধুসঙ্গ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৯-০৪-২০১৯ ইং
আলমডাঙ্গার বেলগাছিতে সাধুসঙ্গ অনুষ্ঠিত
আলমডাঙ্গা অফিস: `হক নাম ভরসা` স্লোগানে আলমডাঙ্গার বেলগাছিতে দুই দিনব্যাপী সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়েছে। ৭ ও ৮ এপ্রিল নজরুল ইসলাম (গঞ্জের শাহ) এর নিজ আখড়াবাড়িতে ওই সাধুসঙ্গের আয়োজন করা হয়। এখানে সাধু ও ভক্তবৃন্দের মিলন মেলায় পরিণত হয়। এছাড়াও এখানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দোকান দিয়ে মেলা বসিয়েছিলো। গতকাল সোমবার পূণ্য সেবার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ভাঙ্গে সাধুর বাজার। রাজু আহমেদের উপস্থাপনায় গান পরিবেশন করেন নজরুল ইসলাম ওরফে গঞ্জের শাহ, লতিফ শাহ, সানোয়ার শাহ, রাজ্জাক, মনোরঞ্জন, মুন্নি পাগল, মাজেদুল বাউল, লাল্টু, ম্যাজিক বাউল, জুয়েল, স্বর্ণালী সরকার, সানোয়ার দেওয়ান, আশিকুর আকাশ এবং নবীয়ত ও বেলায়ত পালাগান করেন সাগর বাউল ও বেবি নদিয়া। এ সাধুসঙ্গে প্রধান অতিথি ছিলেন বেলগাছি ইউনিয়নের চেয়ারম্যান ও আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিরুল ইসলাম মন্টু। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীর মেম্বর, জান্টু মেম্বর, ঝন্টু মালিতা, পারভেজ মিডেল, জুয়েল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জমির উদ্দীন শাহ, নজরুল ইসলাম ওরফে গঞ্জের শাহ, তুফোন শাহ, রইচ উদ্দীন শাহ, সানোয়ার শাহ, কলিমদ্দি শাহ, লতিফ শাহ, আওলাদ শাহ, তাঁরাচাদ শাহ, আজিবর শাহ, আক্কাচ শাহ, লুৎফর শাহ, আহাদ শাহ, বরকত শাহ, ফকির চাঁদ শাহ, গোপাল শাহ, একদিল শাহ, ইনামুল শাহ, আইনদ্দি শাহ, সালাম শাহ, খাইরুল পাগল, বাদশা, মন্টু শাহ, সদর শাহ, শাকের শাহ, নজরুল শাহ, ইকরামুল শাহ, মকবুল শাহ, হাফিজ মাস্টার, হাসিবুল শাহ, আনসার শাহ, সিরাজ শাহ, লাল্টু শাহ, শুকুর শাহ, মুছা শাহ, নেপাল শাহ, মন্টু শাহ, হায়দার শাহ, মতি শাহ, রমজান, মুকুল হোসেন, হেলাল উদ্দিন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম