রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শিক্ষিত জাতিগঠনে মায়ের ভূমিকা সবচাইতে বেশি

  • আপলোড তারিখঃ ২৬-০৩-২০১৯ ইং
শিক্ষিত জাতিগঠনে মায়ের ভূমিকা সবচাইতে বেশি
ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণকালে রাজশাহী বিভাগীয় কমিশনার নুর-উর রহমান প্রতিবেদক, বদরগঞ্জ: চুয়াডাঙ্গা সদর উপজেলার আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টার দিকে আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আব্দুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নুর-উর রহমান। প্রধান অতিথি আলোচনার শুরুতে অত্র প্রতিষ্ঠানের ছাত্র হিসেবে স্মৃতিচারণ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এখন প্রতিযোগিতার যুগ, আর এ প্রতিযোতায় টিকে থাকতে হলে, ভালো পড়াশুনার বিকল্প নেই। বড় কিছু হতে হলে ইচ্ছা শক্তিটায় সবচেয়ে বড়। তিনি মা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষিত জাতিগঠনে মায়ের ভূমিকা সবচাইতে বেশি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টাইগার ও নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বদরগঞ্জ কামিল মাদরাসার সভাপতি শওকত হাসান, সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জুয়েল রানা, আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দীন আহমেদ, সহকারী শিক্ষক জাকিরুল ইসলাম, বদরগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, বদরগঞ্জ কামিল মাদরাসার উপাধ্যক্ষ আল মুজাহিদ, বদরগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সভাপতি এ এন এম আশিফ, অভিভাবক সদস্য মাশকুর রহমান, আনোয়ার হোসেন, নজরুল ইসলাম, হাতেম আলি, সিন্দুরিয়া ক্যাম্প ইনচার্জ শাকের হোসেনসহ অভিভাবকবৃন্দ। আলোচনার শেষে বিযয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা। অনুষ্ঠান পরিচালনা করেন সাইফুল ইসলাম স্বপন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী কাবিল উদ্দিনের ইন্তেকাল