রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা কেরু শ্রমিক সংগঠনের নেতা সবুজ সংগঠনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে সবুজ সংগঠন আগামীতে কাজ করে যাবে

  • আপলোড তারিখঃ ১৯-১১-২০১৬ ইং
দর্শনা কেরু শ্রমিক সংগঠনের নেতা সবুজ সংগঠনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে সবুজ সংগঠন আগামীতে কাজ করে যাবে

`SAM_3704`দর্শনা অফিস`sdf`: দর্শনা কেরুজ শ্রমিক সংগঠনের নেতা ফিরোজ আহম্মেদ সবুজ সংগঠনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৪টায় সংগঠনের কার্যালয় চত্ত্বরে ইছাহক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে পর্যায়ক্রমে ৩৯জন শ্রমিক যোগদান করেছে। এদের মধ্যে তৈয়ব আলী সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাবেক সহ-সভাপতি জুলফিকার হায়দার জুলু, ফজলুর রহমান, লোকমান হোসেন, হার`ন অর রশিদ, ধীরেন কুমার, হাতেম আলী, আবু হামজা, মোফা, মোমিনুল ইসলাম, আলী হোসেন, আব্দুস ছালাম, হিরোক, হুকুম আলী, জসিম উদ্দিন, আশরাফুল হক, আমজাদ হোসেন, আশাদুল হক ব্যাকা, মহন আলী, মাজহার`ল ইসলাম, বিরেন, শুকুর আলী, রুস্তম আলী, মিজানুর রহমান, জাহিদ হোসেন, মিলন, জনি, রানা, তাঁজ, রাজু, জামাত আলী, হাফিজুল ইসলাম, হাতেম আলী, তুফানসহ ৩৯জন শ্রমিক নেতাকর্মী যোগদান করেন। এ যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান ফিরোজ আহম্মেদ সবুজ, রফিকুল ইসলাম, জুলফিকার হায়দার, মহন আলী, খলিলুর রহমান, হিরোক। এছাড়া আরো উপস্থিত ছিলেন, রবিউল ইসলাম, মফিজুল ইসলাম ও আশাদুল হক ব্যাকা। কর্মী সম্মেলন শুর`র আগে সবুজ সংগঠনের শ্রমিক সদস্যরা ৩০টা মোটর সাইকেলযোগে যোগদানকারী শ্রমিকদের মহড়া দিয়ে সভাস্থলে নিয়ে এসে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। এরপর আলোচনা পর্ব শুর` হয়। এসময় বক্তারা বলেন, গত দুই বছরে কের`জ শ্রমিক ও কর্মচারীরা একের পর এক তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সাশ্রয় নীতির নামে হারিয়েছে তাদের অভার টাইম, ইনসেন্টি, অভিজ্ঞ শ্রমিকদের বদলী এবং চাকুরীসহ নানা অধিকার। এসব ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে সবুজ সংগঠন আগামীতে কাজ করে যাবে।



কমেন্ট বক্স
notebook

জীবননগর উপজেলা ও পৌর শ্রমিকদলের কমিটি অনুমোদন