বুধবার, ১৬ জুলাই, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ১০-০৬-২০১৮ ইং
মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী রংমহল গ্রামে পানিতে ডুবে তানবির রহমান (৩) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তানবির রহমান মালয়েশিয়া প্রবাসী রবিউল ইসলামের ছেলে। নিহত তানবিরের চাচা মোহাম্মদ ফারুক জানান, দুপুরের দিকে খেলা করতে গিয়ে বাড়ির পাশের একটি পানি ভর্তি ছোট পুকুরে পড়ে যায় তানবির। এসময় তাকে না পেয়ে খোঁজাখুজি করার সময় ওই খাদে পড়ে থাকতে দেখে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছুক্ষন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মেহেরপুর জেনারেল হাসপাতালের ইমারজেন্সী মেডিক্যাল অফিসার রাফিকুন নবি সিয়াম জানান, শিশু তানবিরকে শেষ অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। এখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।


কমেন্ট বক্স
notebook

নৈশপ্রহরী না থাকায় নিরাপত্তাহীন দত্তনগর হাইস্কুল