মেহেরপুর সদর উপজেলার আমঝুপি দক্ষিণপাড়ায় মেজো ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকাল সাড়ে সাতটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাই বাপ্পির মৃত্যু হয়েছে। এর আগে গত শনিবার বিকেলে মেজো ভাই কালু ধান তোলা লোহার হাতা দিয়ে ছোট ভাই বাপ্পিকে আঘাত করলে তিনি মাথায় আঘাত পান।
গতকাল বাপ্পির মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে কালু আত্মগোপনে চলে যান। স্থানীয়রা জানান, আমঝুপি দক্ষিণপাড়ার হিসাব আলীর ছোট ছেলে বাপ্পি পারিবারিক কলহের জের ধরে তার মাকে একটি থাপ্পড় দেয়। এ খবর পেয়ে মেজো ছেলে কালু গত শনিবার বিকেলে বাপ্পির সাথে বাগবিতণ্ডায় লিপ্ত হয় এবং একপর্যায়ে ধান তোলা লোহার হাতা দিয়ে বাপ্পিকে আঘাত করে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসক তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেন। বাড়ি ফিরে সে আবার তার ভাইয়ের সাথে বাগবিতণ্ডায় লিপ্ত হলে একপর্যায়ে ব্রেইন স্ট্রোক করেন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গতকাল রোবার সকাল সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, তার মৃত্যুর খবর পেয়ে বাপ্পির শ্বশুর রবিউল ইসলাম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। এ বিষয়ে মেহেরপুর সদর থানার ওসির বক্তব্য পাওয়া যায়নি।