চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার দ্বিবার্ষিক সম্মেলন ইউনিয়নের কাথুলি দোতলা জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার মাগরিবের নামাজের পর এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সহসভাপতি আবু হানিফ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আজিজুল হক। সম্মেলনের প্রধান অতিথি ইউনিয়নের বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে মজলিসে শুরার সদস্যদের সাথে পরামর্শ করে ২০২৫-২০২৬ সেশনের জন্য ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সভাপতি হয়েছেন মো. নুরুল ইসলাম মাস্টার, সহসভাপতি মো. রুহুল আমীন ঝণ্টু ও মো. আবদুল আওয়াল, সেক্রেটারি মো. একরামুল হক, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. বরকত আলী কাথুলী প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক. মো. ফারুক হোসেন, দপ্তর সম্পাদক মো. সাহাবুল হক, অর্থ ও প্রকাশনা সম্পাদক লুৎফুর রহমান কাথুলী, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আলী মানিক মিয়া, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মো. ইরশাদ আলী, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হোসেন আলী সরিষাডাঙ্গা, কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক মো. সিদ্দিক আলী, মহিলা ও পরিবারকল্যাণ সম্পাদক হাফিজুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক তাহাজ উদ্দীন কবিখালী, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ মাছেরদাড়ী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মজিবুল হক টেংরামারী, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আহসান হাবীব।