ঝিনাইদহেব াংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি প্রয়াত কৃষক নেতা ইমান আলী মাস্টারের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে গতকাল সোমবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর নতুন বাজারে স্মরণসভায় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি সাখাওয়াত হোসেন, সুনীল কুমার সরকার, বিদ্যুৎ অধিকারী, আতিযার রহমান, শ্রমিক নেতা মানবেন্দ্র দাস মিন্টু, সাংগঠনিক সম্পাদক কামরুল হক লিকু, ডা. ওলিয়ার রহমান ও ইমরান হোসেন ফারুক।
স্মরণ সভায় নেতৃবৃন্দ বলেন, প্যালেস্টাইনে ইসরায়েলের আগ্রাসন-গণহত্যা ও রুশ-ন্যাটো যুদ্ধ তথা সাম্রাজ্যবাদী যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বব্যাপী খাদ্য সংকট সৃষ্টি করেছে। খাদ্যসহ দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য প্রয়োজন ছিল সকল কৃষি উৎপাদনের উপকরণ বিনামূল্যে কৃষকদের সরবরাহ করে উৎপাদন খরচ কমিয়ে আনা। তা যেমন সরকার করে না, অন্যদিকে সরকার সারের যে মূল্য নির্ধারণ করে সেই মূল্যে কোথাও সার বিক্রি হয় না বা পাওয়া যায় না।
নেতৃবৃন্দ কৃষি বিপ্লব তথা জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার মধ্যদিয়ে শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয় সংকট থেকে জনগণের মুক্তির জন্য কৃষক-জনতাকে কৃষক সংগ্রাম সমিতির ৭ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।