চুয়াডাঙ্গা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা ইউনিটের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গতকাল রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল স্বাক্ষরিত একপত্রে ১১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা জেলা ইউনিটের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে অ্যাড. আ.স.ম. আব্দুর রউফ ও সদস্যসচিব হিসেবে অ্যাড. মানজার আলী জোয়ার্দ্দার হেলাল নির্বাচিত হয়েছেন। কমিটিতে সিনিয়র যুগ্ম- আহ্বায়ক হিসেবে অ্যাড. সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, যুগ্ম-আহ্বায়ক হিসেবে অ্যাড. মঈন উদ্দীন মঈনুল নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য সাতজন সদস্য হলেন- অ্যাড. সিরাজুল ইসলাম (১), অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, অ্যাড. মো. বদিউজ্জামান, অ্যাড. আব্দুল্লাহ আল মামুন, অ্যাড. খন্দকার অহিদুল আলম মানি খন্দকার, অ্যাড. রুবিনা পারভীন ও অ্যাড. মেহেদী হাসান নয়ন।
আহ্বায়ক কমিটি অনুমোদনের তারিখ হতে কার্যকরি করে তিন মাসের জন্য মেয়াদ প্রদান করা হয়েছে। এ সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য পত্রে বলা হয়েছে। নবনির্বাচিত কমিটির আহ্বায়ক অ্যাড. আ.স.ম. আব্দুর রউফ বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের চুয়াডাঙ্গা জেলা ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। একই সাথে চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরোও বলেন, চুয়াডাঙ্গা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সকল আইনজীবীদের কাছে সহযোগিতা কামনা করে জেলা ইউনিটকে সাংগঠনিকভাবে এগিয়ে নিতে চাই। এদিকে, নবনির্বচিত কমিটিকে অভিন্দন জানিয়েছেন, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মারুফ সরোয়ার বাবু ও সরকারি কৌশুলি (জিপি) আব্দুল খালেক।