চুয়াডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় পৌর জামায়াত কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর জেলা আমির অ্যাড. রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াত কোনো সাময়িক লক্ষ্য নয়, বরং আল্লাহর নির্দেশনা অনুসারে একটি আদর্শিক রাজনৈতিক দল ও ইসলামী আন্দোলন হিসেবে কাজ করে যাচ্ছে। আমাদের উদ্দেশ্য যেনতেনভাবে ক্ষমতায় যাওয়া কিংবা ক্ষমতায় গিয়ে দেশ ও জনগণের সম্পদ লুট করা নয়। রাজনীতিকে আমরা জীবিকা নয়, বরং জনগণের কল্যাণ ও আর্ত-মানবতার মুক্তির পথ মনে করি।’ তিনি আরোও বলেন, ‘একটি শান্তির সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের রাজনীতি। সেই পথচলায় সবাইকে জামায়াতের পাশে থেকে আদর্শিক লড়াইয়ে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলতাফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল ও আব্দুল কাদের।
এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতের জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, অর্থ সম্পাদক কামাল উদ্দিন, উলামা বিষয়ক সম্পাদক ইসরাইল হোসেন, পেশাজীবী বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, তথ্য বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, তালিমুল কুরআন সম্পাদক মাওলানা মহিউদ্দিন, মাজলিসুল মুফাসসিরীন সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান, যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ টিপু, আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, মানবসম্পদ বিষয়ক সম্পাদক কাইমুদ্দিন হীরক।
এছাড়া চুয়াডাঙ্গা পৌর শাখার আমির অ্যাড. হাসিবুল ইসলাম, সদর উপজেলা আমির বেলাল হুসাইন, গাংনী-আসমানখালী শাখার আমির আব্বাস উদ্দিন, আলমডাঙ্গা উপজেলা আমির শফিউল ইসলাম বকুল, আলমডাঙ্গা পৌর আমির মাহের আলী, দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলী, দর্শনা উপজেলা আমির মাওলানা রেজাউল করিম এবং জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।