বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার পরানপুরে ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১২-০৫-২০২৫ ইং
দর্শনার পরানপুরে ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

দর্শনা পৌরসভার উদ্যোগে পরানপুর গ্রামে ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় দর্শনা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এএইচ তাসফিকুর রহমান ২৭৫ মিটার ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেন। এ কাজে ব্যয় ধরা হয়েছে ৯৬ লাখ ৮৭ হাজার ৯০০ টাকা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ১৩ মে শুরু হয়ে আগামী ১২ জানুয়ারি ২০২৬ এর মধ্যে কাজটি সম্পন্ন হবে।


ইতিপূর্বে পরানপুর ও লোকনাথপুর মধ্যবর্তী মাঠের গোপালখালী খাল থেকে পরানপুর গ্রামের গোলজার হাজির বাগান পর্যন্ত ৫০০ মিটার ড্রেন নির্মাণ করা হয়েছে, যার ব্যয় ছিল ১ কোটি ৯৫ লাখ ২৯ হাজার ৯৪ টাকা। নতুন ২৭৫ মিটার ড্রেনটি পূর্ব নির্মিত ৫০০ মিটার ড্রেনের সঙ্গে সংযুক্ত করা হবে। ফলে পরানপুর গ্রামের পানি নিষ্কাশনের দীর্ঘদিনের সমস্যা সমাধান হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


 ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক ও সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেট, দর্শনা সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস এনামুল হক শাহ মুকুল, বিএনপি নেতা ইকবাল হোসেন, শরীফ উদ্দিন, নাহারুল ইসলাম, পৌরসভার প্রকৌশলী সাজেদুল আলম, সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম, ঠিকাদার নাজমুল আলম হুদা এবং দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন।



কমেন্ট বক্স
notebook

বিপজ্জনক আগামী ২৪ ঘণ্টা