চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বিশ্ব যক্ষ্মা দিবস পালন
- আপলোড তারিখঃ ২৪-০৩-২০২৩ ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আয়োজনে অনুষ্ঠনাটি যৌথভাবে বাস্তবায়ন করে চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস, ব্যাক ও নাটাব। গতকাল বৃহস্পতিবার সকাল দশটায় দিবসটি পালন উপলক্ষে চুয়াডাঙ্গা সিভিল সার্জনের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। সিভিল সার্জন ডা. এএসএম সাজ্জাৎ হাসানের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব যক্ষ্মা দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘হ্যা আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি’।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম সাজ্জাৎ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মার্টিন হিরক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও নাটাবের সভাপতি সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আউলিয়ার রহমান, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফাতেহ্ আকরাম দোলন, জেলা ম্যানেজার ব্র্যাক ও টিবি কন্ট্রোল প্রোগ্রাম অফিসার আব্দুর রউফ, ব্র্যাক জেলা সমন্বয়ক মানিক ম্যাক্সিমিলিয়ান রুগা।
সিভিল সার্জন অফিসের সহকারী স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও বক্ষব্যধি হাসপাতালের চিকিৎসক, নার্সসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স