ইপেপার । আজশুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশের টিআরসি পদে নিয়োগ কার্যক্রম সঠিক ও নির্ভুলভাবে করার জন্য রিক্রুটমেন্ট ডিউটিতে নিয়োজিতদের ব্রিফিং

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৫৫ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম নির্ভুল ও সঠিকভাবে সম্পন্ন করার জন্য রিক্রুটমেন্ট ডিউটিতে নিয়োজিত অফিসার ফোর্সদের ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে এই ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের আয়োজনে ব্রিফিং সেশনে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান।
পুলিশ সুপার ব্রিফিং সেশনে আগত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, রিক্রুটমেন্ট ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ফোর্স নির্দিষ্ট সময়ের আগেই প্যারেড গ্রাউন্ডে হাজির হবেন এবং যার যার ওপর অর্পিত দায়িত্ব বিচক্ষণতার সাথে সঠিকভাবে পালন করবেন। সকলকে পরিষ্কার-পরিচ্ছন্নতার সাথে পূর্ণাঙ্গ ড্রেসরুল মেনে চলবেন। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, রিক্রুটমেন্টে সহযোগিতার সংশ্লিষ্টতা অথবা স্বজনপ্রীতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ বিভাগীয় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নারী ও পুরুষ প্রার্থীরা পৃথক লাইনে সকাল ৮টার পূর্বেই পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করবেন। প্রয়োজনীয় কাগজপত্র, কলম, পরিধেয় বস্ত্র ব্যতীত সবকিছু পুলিশ লাইন্সের নির্দিষ্ট জায়গায় জমা রাখতে হবে। চুয়াডাঙ্গা জেলা থেকে ১ হাজার ২৬০ জন আবেদনকারীর মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, ১ এপিবিএন মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. নাজিম উদ্দিন আল আজাদ, পুলিশ হেডকোয়ার্টার্স-এর মো. মাশকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, চুয়াডাঙ্গা পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার হুমায়রা আক্তার, ডিআইও-১, ডিএসবি আবু জিহাদ ফকরুল আলম খান প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

পুলিশের টিআরসি পদে নিয়োগ কার্যক্রম সঠিক ও নির্ভুলভাবে করার জন্য রিক্রুটমেন্ট ডিউটিতে নিয়োজিতদের ব্রিফিং

আপলোড টাইম : ০৮:৩৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪

সমীকরণ প্রতিবেদক:
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম নির্ভুল ও সঠিকভাবে সম্পন্ন করার জন্য রিক্রুটমেন্ট ডিউটিতে নিয়োজিত অফিসার ফোর্সদের ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে এই ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের আয়োজনে ব্রিফিং সেশনে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান।
পুলিশ সুপার ব্রিফিং সেশনে আগত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, রিক্রুটমেন্ট ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ফোর্স নির্দিষ্ট সময়ের আগেই প্যারেড গ্রাউন্ডে হাজির হবেন এবং যার যার ওপর অর্পিত দায়িত্ব বিচক্ষণতার সাথে সঠিকভাবে পালন করবেন। সকলকে পরিষ্কার-পরিচ্ছন্নতার সাথে পূর্ণাঙ্গ ড্রেসরুল মেনে চলবেন। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, রিক্রুটমেন্টে সহযোগিতার সংশ্লিষ্টতা অথবা স্বজনপ্রীতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ বিভাগীয় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নারী ও পুরুষ প্রার্থীরা পৃথক লাইনে সকাল ৮টার পূর্বেই পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করবেন। প্রয়োজনীয় কাগজপত্র, কলম, পরিধেয় বস্ত্র ব্যতীত সবকিছু পুলিশ লাইন্সের নির্দিষ্ট জায়গায় জমা রাখতে হবে। চুয়াডাঙ্গা জেলা থেকে ১ হাজার ২৬০ জন আবেদনকারীর মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, ১ এপিবিএন মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. নাজিম উদ্দিন আল আজাদ, পুলিশ হেডকোয়ার্টার্স-এর মো. মাশকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, চুয়াডাঙ্গা পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার হুমায়রা আক্তার, ডিআইও-১, ডিএসবি আবু জিহাদ ফকরুল আলম খান প্রমুখ।