ইপেপার । আজশুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

খিরার কেজি ১৬০ টাকা, খেজুরের দামও বেশি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:৪৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • / ৫২ বার পড়া হয়েছে

জীবননগরে রমজানের শুরুতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এক লাফে খিরার দাম উঠেছে ১৬০ টাকায়। সাধারণ মানের খেজুর কিনতে গুনতে হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা। এছাড়া বেড়েছে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও। এ কারণে বাজার করতে এসে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। গতকাল মঙ্গলবার প্রথম রমজানে জীবননগর বাজারে ঘুরে এমন চিত্র দেখা যায়।

ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েকদিন আগেও মুড়ি প্রতি কেজি ৬০ টাকা, খিরা ৫০ টাকা, মোটামুটি মানের খেজুর ২০০ টাকা, ছোলা ৯০-৯২ বেসন ৭০-৭৫ বিক্রি হচ্ছিল। তবে গতকাল মঙ্গলবার প্রতি কেজি মুড়ি ৬৮-৭০ টাকা, খিরা ১৬০ টাকা, সাধারণ মানের খেজুর ৫০০ থেকে ৬০০ টাকা, বেসন ৮৫-৯০ টাকা ও ছোলা ১১০ টাকা বিক্রি হচ্ছিল।

ক্রেতারা বলছেন, কাঁচা বাজারেও একই অবস্থা। গত কয়েকদিন আগে পেঁয়াজ প্রতি কেজি ১০০ টাকা, কাঁচা ঝাল ৬০ টাকা, আলু ২৮ টাকা, লেবু প্রতি পিস ৩ টাকা বিক্রি হচ্ছিল। তবে প্রথম রমজানে পেঁয়াজ প্রতি কেজি ৮০ টাকা, কাঁচা ঝাল ১০০ টাকা, আলু ৩৫, লেবু প্রতি পিস ৯-১০ টাকা বিক্রি করা হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, বাজার নিয়মিত মনিটরিং করা হয় না। নিয়মিত বাজার মনিটরিং করা হলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে।
তবে ব্যবসায়ীরা বলছেন, কিছু পণ্যের দাম বেড়েছে। তবে প্রায় সব পণ্যের দাম ঠিক আছে। বাজারে পণ্যের সরবরাহ অনুযায়ী দাম ওঠানামা করে। তাদের এ বিষয়ে কিছুই করার নেই।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

খিরার কেজি ১৬০ টাকা, খেজুরের দামও বেশি

আপলোড টাইম : ১২:৪৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪

জীবননগরে রমজানের শুরুতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এক লাফে খিরার দাম উঠেছে ১৬০ টাকায়। সাধারণ মানের খেজুর কিনতে গুনতে হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা। এছাড়া বেড়েছে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও। এ কারণে বাজার করতে এসে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। গতকাল মঙ্গলবার প্রথম রমজানে জীবননগর বাজারে ঘুরে এমন চিত্র দেখা যায়।

ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েকদিন আগেও মুড়ি প্রতি কেজি ৬০ টাকা, খিরা ৫০ টাকা, মোটামুটি মানের খেজুর ২০০ টাকা, ছোলা ৯০-৯২ বেসন ৭০-৭৫ বিক্রি হচ্ছিল। তবে গতকাল মঙ্গলবার প্রতি কেজি মুড়ি ৬৮-৭০ টাকা, খিরা ১৬০ টাকা, সাধারণ মানের খেজুর ৫০০ থেকে ৬০০ টাকা, বেসন ৮৫-৯০ টাকা ও ছোলা ১১০ টাকা বিক্রি হচ্ছিল।

ক্রেতারা বলছেন, কাঁচা বাজারেও একই অবস্থা। গত কয়েকদিন আগে পেঁয়াজ প্রতি কেজি ১০০ টাকা, কাঁচা ঝাল ৬০ টাকা, আলু ২৮ টাকা, লেবু প্রতি পিস ৩ টাকা বিক্রি হচ্ছিল। তবে প্রথম রমজানে পেঁয়াজ প্রতি কেজি ৮০ টাকা, কাঁচা ঝাল ১০০ টাকা, আলু ৩৫, লেবু প্রতি পিস ৯-১০ টাকা বিক্রি করা হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, বাজার নিয়মিত মনিটরিং করা হয় না। নিয়মিত বাজার মনিটরিং করা হলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে।
তবে ব্যবসায়ীরা বলছেন, কিছু পণ্যের দাম বেড়েছে। তবে প্রায় সব পণ্যের দাম ঠিক আছে। বাজারে পণ্যের সরবরাহ অনুযায়ী দাম ওঠানামা করে। তাদের এ বিষয়ে কিছুই করার নেই।