ইপেপার । আজশুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিএনপির ‘কালো পতাকা’ মিছিল

ভরা মৌসুমেও খেটে খাওয়া মানুষ ফুলকপি কিনে খেতে পারছে না— শরীফুজ্জামান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:২৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
  • / ৬০ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
‘দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির’ প্রতিবাদ জানিয়ে ও বেগম খালেদা জিয়াসহ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের এক দফা দাবিতে চুয়াডাঙ্গায় কালো পতাকা মিছিল এবং সমাবেশ করেছে বিএনপি। আজ শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা চারটায় কালো পতাকা হাতে নিয়ে বড় বাজার জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়। জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা সাহিত্য পরিষদে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন শরীফুজ্জামান শরীফ। তিনি বলেন, ‘বাংলার ভরা মৌসুমে মানুষ ফুলকপিও কিনে খেতে পারছে না। দেশে আজ দ্রব্যমূল্য ঊর্ধ্বগামী। গরিব—দুঃখী মানুষ থেকে মধ্যবিত্ত কেউ ভালো নেই। খেয়ে না—খেয়ে কোনোরকমে কষ্টে তারা দিন কাটাচ্ছে। বিএনপির আন্দোলনে সাড়া দিয়ে দেশের ৮০ শতাংশ মানুষ এই সরকারকে ভোট দিতে যায়নি। দেশের মানুষ দেখেছে, ভোট কেন্দ্রে কুকুর ঘুরে বেড়িয়েছে, ভোটার ছিল না। এই সরকার দেশকে লুটপাট করে অর্থনীতিকে ধ্বংসের দিকে নিয়ে এসেছে।
তিনি বলেন, আজ দেশে বিদ্যুতের দাম বেড়েছে, কল কারখানা বন্ধ হতে চলেছে। আমরা দেশে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ চাই। দেশের মানুষের ভোটের অধিকার চাই। এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের এই আন্দোলন চলবে। এই ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব।’ মিছিল ও সমাবেশে নেতা-কর্মীরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব বন্দীদের মুক্তি, রাজনৈতিক মামলা প্রত্যাহার, সংসদ বাতিলসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা—কর্মীরা।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিএনপির ‘কালো পতাকা’ মিছিল

ভরা মৌসুমেও খেটে খাওয়া মানুষ ফুলকপি কিনে খেতে পারছে না— শরীফুজ্জামান

আপলোড টাইম : ০৫:২৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪

সমীকরণ প্রতিবেদক:
‘দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির’ প্রতিবাদ জানিয়ে ও বেগম খালেদা জিয়াসহ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের এক দফা দাবিতে চুয়াডাঙ্গায় কালো পতাকা মিছিল এবং সমাবেশ করেছে বিএনপি। আজ শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা চারটায় কালো পতাকা হাতে নিয়ে বড় বাজার জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়। জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা সাহিত্য পরিষদে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন শরীফুজ্জামান শরীফ। তিনি বলেন, ‘বাংলার ভরা মৌসুমে মানুষ ফুলকপিও কিনে খেতে পারছে না। দেশে আজ দ্রব্যমূল্য ঊর্ধ্বগামী। গরিব—দুঃখী মানুষ থেকে মধ্যবিত্ত কেউ ভালো নেই। খেয়ে না—খেয়ে কোনোরকমে কষ্টে তারা দিন কাটাচ্ছে। বিএনপির আন্দোলনে সাড়া দিয়ে দেশের ৮০ শতাংশ মানুষ এই সরকারকে ভোট দিতে যায়নি। দেশের মানুষ দেখেছে, ভোট কেন্দ্রে কুকুর ঘুরে বেড়িয়েছে, ভোটার ছিল না। এই সরকার দেশকে লুটপাট করে অর্থনীতিকে ধ্বংসের দিকে নিয়ে এসেছে।
তিনি বলেন, আজ দেশে বিদ্যুতের দাম বেড়েছে, কল কারখানা বন্ধ হতে চলেছে। আমরা দেশে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ চাই। দেশের মানুষের ভোটের অধিকার চাই। এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের এই আন্দোলন চলবে। এই ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব।’ মিছিল ও সমাবেশে নেতা-কর্মীরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব বন্দীদের মুক্তি, রাজনৈতিক মামলা প্রত্যাহার, সংসদ বাতিলসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা—কর্মীরা।