ইপেপার । আজশুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

মহান বিজয় দিবস মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার সম্পন্ন

১৭ কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম সবুজ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:৫৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
  • / ৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস-২০২৩ মিনি ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। দূরপাল্লার এ প্রতিযোগিতায় ১ ঘণ্টা ১৭ মিনিটে ১৭ কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম স্থান অধিকার করে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়ার গ্রামের ফুটবলার মো. সবুজ। গতকাল শুক্রবার সকাল ৭টা ১২ মিনিটে দামুড়হুদা উপজেলার হাওলী ইউনিয়নের দর্শনা রেলগেট থেকে এ মিনি ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার বাঁশি বাজিয়ে ও সংক্ষিপ্ত আলোচনা রেখে আনুষ্ঠানিক উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এখলাছ উদ্দিন সুজন, চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র উজ্জ্বল হোসেন, পৌরসভার সালিশ সভার সভাপতি কাউন্সিলার কামরুজ্জামান চাঁদ, হাওলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামুদ্দিন, চুয়াডাঙ্গার সাবেক কৃতী ফুটবলার ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল হক জোয়ার্দ্দার রেজাসহ  চুয়াডাঙ্গা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এদিকে, ১ ঘণ্টা ১৮ মিনিট সময়ে ১৭ কিলোমিটার পথ অতিক্রম করে দ্বিতীয় স্থান অধিকার করেন চুয়াডাঙ্গা পৌর মাঝেরপাড়ার মোহাম্মদ লিটনের ছেলে ও দর্শনা সরকারি কলেজের শিক্ষার্থী মাহফুজ রহমান। ১ ঘণ্টা ২৩ মিনিট সময় নিয়ে দৌঁড় শেষ করে তৃতীয় স্থান অধিকার করে পৌর এলাকার তালতলা কুঠিপাড়ার জালাল উদ্দিনের ছেলে ফুটবলার সাকিব হোসেন রোহিত।

এছাড়াও নির্ধারিত সময়ের মধ্যে ম্যারাথন দৌঁড় সম্পন্ন করে জেলা প্রশাসনের শুভেচ্ছা পুরস্কার লাভ করেন দামুড়হুদার কার্পাসডাঙ্গা বয়রা গ্রামের রাশেদ, জয়রামপুরের আলামিন, জীবননগর বাঁকা গ্রামের সাগর ও মিণ্টু এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের নয়ন।

প্রতিযোগিতায় পিতা ও পুত্র একই সাথে দৌড় সম্পন্ন করে মহান বিজয় দিবস ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় এক ভিন্নমাত্রা যোগ করেন ডা. রফিকুল ইসলাম ও তার ছেলে। ডা. রফিকুল ইসলাম ১৭ কিলোমিটার দৌঁড় সম্পন্ন করতে পারলেও তার ছেলে মাঝপথ থেকে সাহায্যটিমের গাড়িতে ফিনিশিং লাইনে পৌঁছায়।

১৭ কিলোমিটার দূরত্বের দূরপাল্লার এ দৌঁড় প্রতিযোগিতায় দামুড়হুদার দর্শনার রেলগেট থেকে শুরু হয়ে চুয়াডাঙ্গা কোর্ট মোড়, শহীদ হাসান চত্বর, পৌরসভা মোড়, কবরী রোড হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ফিনিশিং লাইনে দাঁড়িয়ে থেকে চ্যাম্পিয়নসহ ৭ জন সেরা প্রতিযোগী ও অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে শুভেচ্ছা জানান।

পরে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা। এসময় আরও উপস্থিত ছিলেন এনডিসি সাইফুল ইসলাম সাইফ, চুয়াডাঙ্গা সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা তুজ জোহরা, সিনিয়র সহকারী কমিশনার শেখ মো.  রাসেল নির্বাহী, ম্যাজিস্ট্রেট সাইদুল আলম সাদাত হোসেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এখলাছ উদ্দিন সুজন, সহ-সভাপতি রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র উজ্জ্বল হোসেন, কাউন্সিলর কামরুজ্জামান চাঁদসহ ম্যারাথন দৌড় প্রতিযোগিতার পরিচালকবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মহান বিজয় দিবস মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার সম্পন্ন

১৭ কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম সবুজ

আপলোড টাইম : ১২:৫৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস-২০২৩ মিনি ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। দূরপাল্লার এ প্রতিযোগিতায় ১ ঘণ্টা ১৭ মিনিটে ১৭ কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম স্থান অধিকার করে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়ার গ্রামের ফুটবলার মো. সবুজ। গতকাল শুক্রবার সকাল ৭টা ১২ মিনিটে দামুড়হুদা উপজেলার হাওলী ইউনিয়নের দর্শনা রেলগেট থেকে এ মিনি ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার বাঁশি বাজিয়ে ও সংক্ষিপ্ত আলোচনা রেখে আনুষ্ঠানিক উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এখলাছ উদ্দিন সুজন, চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র উজ্জ্বল হোসেন, পৌরসভার সালিশ সভার সভাপতি কাউন্সিলার কামরুজ্জামান চাঁদ, হাওলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামুদ্দিন, চুয়াডাঙ্গার সাবেক কৃতী ফুটবলার ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল হক জোয়ার্দ্দার রেজাসহ  চুয়াডাঙ্গা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এদিকে, ১ ঘণ্টা ১৮ মিনিট সময়ে ১৭ কিলোমিটার পথ অতিক্রম করে দ্বিতীয় স্থান অধিকার করেন চুয়াডাঙ্গা পৌর মাঝেরপাড়ার মোহাম্মদ লিটনের ছেলে ও দর্শনা সরকারি কলেজের শিক্ষার্থী মাহফুজ রহমান। ১ ঘণ্টা ২৩ মিনিট সময় নিয়ে দৌঁড় শেষ করে তৃতীয় স্থান অধিকার করে পৌর এলাকার তালতলা কুঠিপাড়ার জালাল উদ্দিনের ছেলে ফুটবলার সাকিব হোসেন রোহিত।

এছাড়াও নির্ধারিত সময়ের মধ্যে ম্যারাথন দৌঁড় সম্পন্ন করে জেলা প্রশাসনের শুভেচ্ছা পুরস্কার লাভ করেন দামুড়হুদার কার্পাসডাঙ্গা বয়রা গ্রামের রাশেদ, জয়রামপুরের আলামিন, জীবননগর বাঁকা গ্রামের সাগর ও মিণ্টু এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের নয়ন।

প্রতিযোগিতায় পিতা ও পুত্র একই সাথে দৌড় সম্পন্ন করে মহান বিজয় দিবস ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় এক ভিন্নমাত্রা যোগ করেন ডা. রফিকুল ইসলাম ও তার ছেলে। ডা. রফিকুল ইসলাম ১৭ কিলোমিটার দৌঁড় সম্পন্ন করতে পারলেও তার ছেলে মাঝপথ থেকে সাহায্যটিমের গাড়িতে ফিনিশিং লাইনে পৌঁছায়।

১৭ কিলোমিটার দূরত্বের দূরপাল্লার এ দৌঁড় প্রতিযোগিতায় দামুড়হুদার দর্শনার রেলগেট থেকে শুরু হয়ে চুয়াডাঙ্গা কোর্ট মোড়, শহীদ হাসান চত্বর, পৌরসভা মোড়, কবরী রোড হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ফিনিশিং লাইনে দাঁড়িয়ে থেকে চ্যাম্পিয়নসহ ৭ জন সেরা প্রতিযোগী ও অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে শুভেচ্ছা জানান।

পরে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা। এসময় আরও উপস্থিত ছিলেন এনডিসি সাইফুল ইসলাম সাইফ, চুয়াডাঙ্গা সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা তুজ জোহরা, সিনিয়র সহকারী কমিশনার শেখ মো.  রাসেল নির্বাহী, ম্যাজিস্ট্রেট সাইদুল আলম সাদাত হোসেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এখলাছ উদ্দিন সুজন, সহ-সভাপতি রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র উজ্জ্বল হোসেন, কাউন্সিলর কামরুজ্জামান চাঁদসহ ম্যারাথন দৌড় প্রতিযোগিতার পরিচালকবৃন্দ।