ইপেপার । আজশুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

সমভোট পাওয়ায় মনোহরপুর ১ নম্বর ওয়ার্ডে পুনরায় নির্বাচন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৪১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
  • / ৫৬ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:
কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মো. বাবলুর রহমানকে হারিয়ে মো. আব্দুর রশিদ বিজয়ী হয়েছেন। নির্বাচনে তালা প্রতীক নিয়ে আব্দুর রশিদ পেয়েছেন ৭৮২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবলুর রহমান ফুটবল প্রতীক নিয়ে ৫৫৭ ভোট পেয়েছেন।

গতকাল বৃহস্পতিবার মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটের পরিবেশ সুন্দর ও সুষ্ঠু রাখতে নেওয়া হয়েছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। মাঠে ছিল পুলিশ, আনসার, ডিবি পুলিশসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জীবননগর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোহরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মোট ভোটার ১ হাজার ৮৩৩ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৩৩৯ জন। নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকুনুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা, উপজেলা নির্বাচন অফিসার মেজর আহম্মেদ প্রমুখ।

উল্লেখ্য, গত ১৬ মার্চ জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বাবলুর রহমান ফুটবল প্রতীক এবং আব্দুর রশিদ তালা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু ফলাফলে তাঁরা সমান ভোট পান। তাই পুনরায় ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন থেকে ২৭ এপ্রিল তারিখ নির্ধারণ করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

সমভোট পাওয়ায় মনোহরপুর ১ নম্বর ওয়ার্ডে পুনরায় নির্বাচন

আপলোড টাইম : ০৩:৪১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩

জীবননগর অফিস:
কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মো. বাবলুর রহমানকে হারিয়ে মো. আব্দুর রশিদ বিজয়ী হয়েছেন। নির্বাচনে তালা প্রতীক নিয়ে আব্দুর রশিদ পেয়েছেন ৭৮২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবলুর রহমান ফুটবল প্রতীক নিয়ে ৫৫৭ ভোট পেয়েছেন।

গতকাল বৃহস্পতিবার মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটের পরিবেশ সুন্দর ও সুষ্ঠু রাখতে নেওয়া হয়েছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। মাঠে ছিল পুলিশ, আনসার, ডিবি পুলিশসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জীবননগর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোহরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মোট ভোটার ১ হাজার ৮৩৩ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৩৩৯ জন। নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকুনুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা, উপজেলা নির্বাচন অফিসার মেজর আহম্মেদ প্রমুখ।

উল্লেখ্য, গত ১৬ মার্চ জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বাবলুর রহমান ফুটবল প্রতীক এবং আব্দুর রশিদ তালা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু ফলাফলে তাঁরা সমান ভোট পান। তাই পুনরায় ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন থেকে ২৭ এপ্রিল তারিখ নির্ধারণ করা হয়।