রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আজ ও কাল পূর্ণদিবস কর্মবিরতি : স্বাভাবিক থাকবে পানি সরবরাহ

  • আপলোড তারিখঃ ১৫-০১-২০১৮ ইং
আজ ও কাল পূর্ণদিবস কর্মবিরতি : স্বাভাবিক থাকবে পানি সরবরাহ
রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা প্রদানের দাবিতে পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় কোষাগার থেকে পেনসনসহ বেতন-ভাতাদি ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের দাবীতে চুয়াডাঙ্গাসহ দেশের ৩২৭টি পৌরসভায় আজ এবং কাল মঙ্গলবার একযোগে পূর্ণদিবস কর্মবিরতি পালন করবে। পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুয়ায়ী এ কর্মবিরতি পালন করা হবে। আজ সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত লাগাতার দুইদিন এ কর্মসূচি পালিত হবে। এসময় পৌরসভার সকল কার্যক্রম ও সুযোগ সুবিধা বন্ধ থাকবে। তবে সাধারণ মানুষের কথা চিন্তা করে মানবিক দৃষ্টিকোণ থেকে শুধুমাত্র পানি সরবরাহ স্বাভাবিক থাকবে বলে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী লাগাতার দুইদিন পূর্ণদিবস কর্মবিরতি পালন করার জন্য বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের চুয়াডাঙ্গা শাখায় একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার সময় চুয়াডাঙ্গা পৌরসভার সচিবের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কেন্দ্র ঘোষিত রাষ্ট্রীয় কোষাগার থেকে পেনসনসহ বেতন-ভাতাদি ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের দাবীতে আজ এবং কাল পূর্ণদিবস কর্মবিরতি পালনের কর্মসূচির সাথে একত্বা ঘোষনা করে কর্মসুচি পালনের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়। পৌর শাখার সভাপতি প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলাম, উপদেষ্টা মো. মোয়াজ্জেম হোসেনসহ জেলা ও পৌর কমিটির সকল সদস্যবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী কাবিল উদ্দিনের ইন্তেকাল