আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিৎলা ইউনিয়ন মহিলা দলের সভাপতি মনজু আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায়-১ আসনের বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে মো. শরীফুজ্জামান শরীফ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। আপসহীন নেতৃত্বের মাধ্যমে তিনি আজীবন মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও ন্যায়বিচারের জন্য সংগ্রাম করে গেছেন। স্বৈরাচারী শাসন, রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার শিকার হয়েও তিনি কখনো মাথানত করেননি। দেশের দুঃসময়ে তিনি জনগণের পাশে দাঁড়িয়েছেন, আর সে কারণেই এ দেশের কোটি কোটি মানুষ আজও তাকে হৃদয়ে ধারণ করে।
তিনি বলেন, বর্তমান সময়ে দেশ গভীর রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকটের মধ্যদিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার আদর্শ ও সংগ্রাম আমাদের জন্য দিকনির্দেশনা। তার রেখে যাওয়া পথ অনুসরণ করেই বিএনপি আজ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে রয়েছে। শরীফুজ্জামান আরও বলেন, নারী নেতৃত্বের ক্ষেত্রেও বেগম খালেদা জিয়া ছিলেন এক অনন্য দৃষ্টান্ত। তিনি প্রমাণ করেছেন, নারীরাও দেশ পরিচালনায় সফল ও দৃঢ় নেতৃত্ব দিতে পারেন। জাতীয়তাবাদী মহিলা দল সেই আদর্শকে ধারণ করে আজ তৃণমূল পর্যায়ে নারীদের সংগঠিত করছে, যা বিএনপির আন্দোলনকে আরও শক্তিশালী করবে।
তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। এ জন্য ত্যাগ, ধৈর্য্য ও সংগঠিত প্রচেষ্টা প্রয়োজন। বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ ও সংগ্রাম আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। শেষে তিনি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে দেশ ও জাতির জন্য কল্যাণ, শান্তি ও গণতন্ত্র ফিরে আসার দোয়া করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ছালাম বিপ্লব, বৃহত্তর খাদিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম টোকন, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের আহ্বায়ক উম্মে রিফাত সুলতানা বন্নী, চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিব ফেরদৌস হাসান পাপেন, সাধারণ সম্পাদক মহাসিন আলী বিশ্বাস, যুগ্ম সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, আব্দুল হালিম, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য ও চিৎলা ইউনিয়ন পরিষদের কাউন্সিলর বেল্টু, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাবুদ প্রমুখ। দোয় পরিচালনা করেন মাওলানা মনিরুল ইসলাম।
এদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড ফার্মপাড়ায় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসানুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শরিফুল আলম বিলাস, জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি ও সাবেক কাউন্সিলর শেফালী বেগম, পৌর বিএনপির নেতা বদর উদ্দিন বাদল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজন মালিক, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সহসভাপতি খন্দকার আরিফ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, বিএনপি নেতা শরীফ উদ্দিন প্রসুখ। দোয়া পরিচালনা করেন কলোনিপাড়া জামে মসজিদের পেশ ইমাম আব্দুর রহমান।
নিজস্ব প্রতিবেদক