শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৬-১০-২০২৫ ইং
ঝিনাইদহে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

ঝিনাইদহে স্ত্রী হত্যা মামলায় স্বামী লাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার মধ্যরাতে হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে স্ত্রীর স্বর্ণের চেন উদ্ধার করেছে পুলিশ। 
পুলিশ জানায়, ঝিনাইদহ শহরতলীর গোপিনাথপুর গ্রামে স্বামীর কাঠের দোকানের মধ্য থেকে তাসলিমা খাতুন (৪০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন স্বামী লাল মিয়া। নিহতের গলায় পুরনো টাই বাঁধা ছিল। এ ঘটনায় নিহতের ছেলে রাজন বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সহায়তায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজিব আলী আসামিকে গেপ্তার করে। 


এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাল মিয়া হত্যার দায় স্বীকার করেছেন। পারিবারিক কলহের জেরে স্ত্রী তাসলিমাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশি জিজ্ঞাসাবাদে লাল মিয়া স্বীকার করেছে। ওসি আরও জানান, আসামির স্বীকারোক্তি অনুযায়ী নিহতের গলার স্বর্ণের চেন উদ্ধার করা হয়েছে। এছাড়া কানের দুল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় নাশকতা মামলায় গ্রেপ্তার ৩