ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করেছেন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলা মোড়ের দোয়েল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষক-কর্মচারী ফোরামের আয়োজনে এবং মোস্তাফিজুর রহমান টুটুল মাস্টারের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন সালেহা বেগম, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোক্তার আলী, হরিণাকুণ্ডু আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ও দখলপুর সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আশাদুজ্জামান, সাধারণ সম্পাদক মাহাবুব মোরশেদ শাহিন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রভাষক আনিছুর রহমান, শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামত আলী, আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল হক (টিটু), শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম এবং বাংলাদেশ ইসলামী জামায়াতের উপজেলা আমির বাবুল হোসেন।
বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। তারা মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধির দাবি জানান। বক্তারা আরও বলেন, জাতির ভবিষ্যৎ নির্মাতাদের ওপর এভাবে পুলিশি হামলা অত্যন্ত নিন্দনীয়। অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: