মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ জেলা বিএনপি সভাপতির সংবাদ সম্মেলন

  • আপলোড তারিখঃ ১২-১০-২০২৫ ইং
ঝিনাইদহ জেলা বিএনপি সভাপতির সংবাদ সম্মেলন

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে মিথ্যা, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করে অপপ্রচার চালানো হচ্ছে। গতকাল শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, মুকুল হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান আলী ও আসিফ ইকবাল মাখন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শেখর, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, যুবদল সভাপতি আহসান হাবিব রণক এবং সহ-দপ্তর সম্পাদক সাকিব আহম্মেদ বাপ্পীসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।


লিখিত বক্তব্যে এম এ মজিদ বলেন, গত ১০ অক্টোবর দৈনিক আমার দেশ পত্রিকায় ‘আসাদুজ্জামানের সঙ্গে ব্যবসা, ফেঁসে যাচ্ছেন ঝিনাইদহ বিএনপি নেতা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে দাবি করা হয়, আওয়ামী দোসর ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার সঙ্গে তার উত্তরায় প্রাইভেট বার এবং শ্যামলী ও খিলক্ষেতে ফ্ল্যাট ব্যবসায় যৌথ বিনিয়োগ রয়েছে। তিনি বলেন, ‘বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।’


বিএনপি সভাপতি আরও বলেন, ‘আসাদুজ্জামান মিয়ার সঙ্গে আমার কোনো যৌথ ব্যবসা বা বিনিয়োগ নেই। তিনি দীর্ঘদিন ঢাকায় প্লট ও ফ্ল্যাট ব্যবসার সঙ্গে যুক্ত। তার এক পরিচিত ব্যবসায়ীর কাছে আমার ব্যবসায়িক লেনদেনে উল্লেখযোগ্য পরিমাণ টাকা পাওনা ছিল। সেই পাওনা টাকা দাবি করায় আমাকে অপহরণ করে ঢাকার নিকুঞ্জ এলাকার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে সারাদিন আটকে রাখা হয়। সেখানে আসাদুজ্জামান মিয়া আমাকে ধমক দেন। পরে গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় আমি মুক্তি পাই।’ 


তিনি আরও বলেন, আমার দেশ পত্রিকার খবরে আশ্রয়ণ-২ প্রকল্পে তার সম্পৃক্ততার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। এতে পাঠক সমাজ বিভ্রান্ত হয়েছেন। এম এ মজিদ অভিযোগ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-বিরোধী একটি চক্র সারাদেশের মতো ঝিনাইদহেও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার ও সাইবার বুলিংয়ে লিপ্ত হয়েছে।


তিনি বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমি নেতাকর্মীদের নিয়ে রাজপথে সক্রিয় ছিলাম। বহু মামলা ও হামলার শিকার হয়েছি, কারাভোগও করেছি। নির্বাচনের আগে মনোনয়ন প্রক্রিয়া শুরু হওয়ায় একটি সুবিধাভোগী মহল আমার ভাবমূর্তি নষ্টে মিথ্যাচারে নেমেছে। তবে ঝিনাইদহবাসী এসব চক্রান্ত সম্পর্কে সচেতন এবং সবসময় সোচ্চার।’



কমেন্ট বক্স
notebook

যুবকদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে আমরা বদ্ধপরিকর