শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় বাবু খান

আমরা ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষের বিজয় নিশ্চিত
  • আপলোড তারিখঃ ১১-১০-২০২৫ ইং
দামুড়হুদা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় বাবু খান

দামুড়হুদা উপজেলা বিএনপির সুপার ফাইভ নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভা করেছেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় আন্দুলবাড়ীয়ায় বাবু খানের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি ও নতিপোতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন মাহমুদ হাসান খান বাবু। 


তিনি বলেন, ‘দলের মধ্যে কোনো ধরনের বিভাজন বা গ্রুপিং থাকা যাবে না। সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। বিএনপি হচ্ছে জনগণের দল, এ দলের শক্তি তৃণমূলের নেতা-কর্মীরা। তাদের সম্মিলিত প্রচেষ্টায়ই আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে সফল করতে পারব।’


বাবু খান বলেন, ‘পতিত সরকারের সময় দেশের মানুষ গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা হারিয়েছে। সেই দুঃসময়কে আমরা আর ফিরে আসতে দেব না। বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে সাহস ও দৃঢ়তা নিয়ে কাজ করতে হবে। জনগণ এখন পরিবর্তন চায়, আমাদের দায়িত্ব হলো তাদের প্রত্যাশাকে বাস্তবে রূপ দেওয়া। আমরা ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষের বিজয় নিশ্চিত।’ এছাড়াও সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, ইউনিটভিত্তিক নেতৃত্বের ভূমিকা, তৃণমূল পর্যায়ে সংগঠনের পুনর্গঠন ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


দামুড়হুদা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ। অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তনু, সহসভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম সম্পাদক মণ্টু মিয়া, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নাটুদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক ওসমান আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, যুগ্ম সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনসহ সকল ইউনিয়নের সুপার ফাইভ নেতৃবৃন্দ।


সভায় বক্তারা বলেন, বিএনপি এখন দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে ন্যায় ও সত্যের সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এ সংগ্রামে প্রতিটি ইউনিটকে সংগঠিত ও সক্রিয় থাকতে হবে। নেতা-কর্মীদের মধ্যে সৌহার্দ্য, শৃঙ্খলা ও দায়িত্ববোধই সংগঠনের মূল শক্তি। তৃণমূলের প্রত্যেকটি ইউনিয়ন বিএনপিকে গতিশীল করে তুলতে হবে। সভা শেষে জেলা বিএনপি সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ থাকলে চুয়াডাঙ্গার দুটি আসনে ধানের শীষের বিজয় কেউ রুখতে পারবে না। দলের প্রতিটি কর্মীকে মাঠে থাকতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে, তবেই পরিবর্তনের স্রোত তৈরি হবে।’


উল্লেখ্য, জেলা বিএনপি সভাপতি মাহমুদ হাসান খান বাবু সম্প্রতি জীবননগর উপজেলা বিএনপি, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি ও চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীদের সঙ্গে পৃথক সভা ও সৌজন্য সাক্ষাৎ করেন। এসব সভায় দলীয় সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। নেতা-কর্মীরা জানান, এই সভা দলের ঐক্য সুদৃঢ় করে মাঠ পর্যায়ের সাংগঠনিক তৎপরতা জোরদার এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচিকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



কমেন্ট বক্স