মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নিখোঁজের পর ঝিনাইদহে মিললো দুই লাশ

  • আপলোড তারিখঃ ০৭-০৯-২০২৫ ইং
নিখোঁজের পর ঝিনাইদহে মিললো দুই লাশ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু ও শৈলকুপায় পৃথক ঘটনায় নিখোঁজের পর দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে হরিণাকুণ্ডুতে নিখোঁজের পাঁচদিন পর পাওয়া যায় মিলন হোসেন (১৯) নামের এক যুবকের অর্ধগলিত লাশ। অন্যদিকে শৈলকুপায় দুইদিন ধরে নিখোঁজ থাকা মসিউল আলম রজু (৭৫) নামের এক বৃদ্ধের লাশ মিলেছে পুকুরে।


হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, শনিবার বিকেলে উপজেলার ভায়না ইউনিয়নের লক্ষিপুর গ্রামের একটি হলুদক্ষেতে পচাগলা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

তিনি আরো জানান, নিহত মিলন লক্ষিপুর গ্রামের চান্দা মিয়ার ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। মাঝেমধ্যে বাড়ি থেকে বের হয়ে যেতেন এবং কয়েকদিন পর ফিরে আসতেন। গত সোমবার বের হয়ে আর ফেরেননি। শনিবার গ্রামের হলুদক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা সম্ভব নয়।


এদিকে শৈলকুপার মদনডাঙ্গা সতের মাইল এলাকার কানাপুকুর থেকে অর্ধগলিত অবস্থায় মসিউল আলম রজুর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি পদমদী গ্রামের বাসিন্দা।


ভাতিজা সুমন আহমেদ জানান, গত ৪ সেপ্টেম্বর বিকাল থেকে চাচা নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে শুক্রবার মাইকিং করা হয়। শনিবার দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে কানাপুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়।


শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা এটি হত্যা নাকি আত্মহত্যা—তা তদন্তে বের হবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় পদোন্নতি বঞ্চনার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি