বুধবার, ১৬ জুলাই, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ কমিটি অবাঞ্ছিত ঘোষণা

নেতৃত্ব বণ্টনে অর্থ লেনদেন ও পক্ষপাতের অভিযোগ
  • আপলোড তারিখঃ ০৫-০৭-২০২৫ ইং
মহেশপুরে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ কমিটি অবাঞ্ছিত ঘোষণা

ঝিনাইদহের মহেশপুরে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সদ্য ঘোষিত উপজেলা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সংগঠনের সাবেক নেতা-কর্মীরা। গত বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলা ডাকবাংলো মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান।


তিনি অভিযোগ করেন, ‘অহংকারপূর্ণভাবে অর্থ লেনদেনের মাধ্যমে নেতৃত্ব কেনাবেচার অপচেষ্টা চলছে। সংগঠন কোনো ব্যক্তির ব্যবসা নয়। যারা টাকার বিনিময়ে নেতৃত্ব দখল করতে চায়, তারা গণতান্ত্রিক চেতনা নয়, বরং পুঁজিবাদী দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিচ্ছে।’ তিনি বলেন, নতুন কমিটির আহ্বায়ক হিসেবে যাঁকে ঘোষণা করা হয়েছে, তাঁর আন্দোলনের ইতিহাস নেই। তিনি স্থানীয় ক্ষমতাসীন দলের এক নেতার সন্তান। এতে করে প্রকৃত আন্দোলন-কর্মীরা বঞ্চিত হয়েছেন।


সংগঠনের আহত ও সক্রিয় কর্মী অমিত হাসান, আশিকুর রহমান, আশরাফ আলী, হাসান ও সিফাতসহ একাধিক নাম উল্লেখ করে বক্তারা বলেন, ‘যারা আন্দোলনের শুরু থেকে মাঠে ছিল, আহত হয়েছে, জীবন দিয়ে লড়েছে—তারা আজ নেতৃত্ব থেকে বঞ্চিত। আর যারা কোনোদিন আন্দোলনের পাশে ছিল না, তারা আজ নেতৃত্বে।


সংগঠনের জেলা কমিটির কিছু সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলা হয় সংবাদ সম্মেলনে। নেতা-কর্মীরা এসব ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা জেলা কমিটির মুখ্য সংগঠক মেহেদী হাসান বাপ্পী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মামুনুর রহমান, জুলাই যোদ্ধার যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।



কমেন্ট বক্স
notebook

নৈশপ্রহরী না থাকায় নিরাপত্তাহীন দত্তনগর হাইস্কুল