বুধবার, ১৬ জুলাই, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকূপায় ভাগ্নের সঙ্গে ধস্তাধস্তিতে মামার মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৫-০৭-২০২৫ ইং
শৈলকূপায় ভাগ্নের সঙ্গে ধস্তাধস্তিতে মামার মৃত্যু

ঝিনাইদহের শৈলকূপায় জমি নিয়ে বিরোধের জেরে ভাগ্নের সঙ্গে ধস্তাধস্তিতে আকমল খাঁ (আকু) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত আকমল খাঁ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কেয়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে ভাগ্নের সঙ্গে জমিজট সংক্রান্ত একটি দীর্ঘদিনের বিরোধে জড়িত ছিলেন।


স্থানীয়রা জানান, আকমল খাঁ তার বোনের পাওনাদার জমি হস্তান্তরে অনীহা দেখিয়ে আসছিলেন। এ নিয়ে তার ভাগ্নে ইউনুস আলীর সঙ্গে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আকমল খুলুমবাড়িয়া বাজারে গেলে ভাগ্নে ইউনুসের সঙ্গে বাগবিতণ্ডা ও উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে ইউনুস আকমলের গলায় গামছা পেঁচিয়ে টানাহেঁচড়া শুরু করে। এতে ঘটনাস্থলেই আকমল খাঁ মাটিতে পড়ে অচেতন হয়ে পড়েন।


প্রত্যক্ষদর্শীরা জানান, আকমলের গলায় গামছা পেঁচানোর ফলে শ্বাসরোধ হয়ে কিংবা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ময়নাতদন্তের আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। এটি হত্যা নাকি শারীরিক কারণে মৃত্যু, তা ময়নাতদন্তের পর জানা যাবে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’



কমেন্ট বক্স
notebook

নৈশপ্রহরী না থাকায় নিরাপত্তাহীন দত্তনগর হাইস্কুল