চুয়াডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার এশার নামাজের পর ইসলামপাড়া গোরস্থান মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আমিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
বক্তব্যে মাসুদ পারভেজ রাসেল বলেন, ‘বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে হলে প্রথমেই দুর্নীতিকে নির্মূল করতে হবে। দেশের অবকাঠামোগত উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার অন্যতম কারণ দুর্নীতি। এটি বন্ধ করতে পারলে টেকসই উন্নয়ন সম্ভব। বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত একটি সোনার বাংলা গড়ার স্বপ্নে রাজনীতি করছে।’ তিনি আরও বলেন, ‘আমরা শুধু কথায় নয়, কাজে বিশ্বাস করি। দেশের সার্বিক কল্যাণে আদর্শিক ও নৈতিক নেতৃত্ব প্রয়োজন, আর সে চ্যালেঞ্জ নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাড. হাসিবুল ইসলাম, পৌর নায়েবে আমির মাহবুব আসিক শফি, সহকারী সেক্রেটারি ইমরান হোসেন ও হুমায়ুন কবীর, পৌর কর্ম পরিষদের সদস্য হাফেজ ইকবাল, দেলোয়ার হোসেনসহ ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।