চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে যুবলীগ নেতা জুবায়ের ইসলাম (৫৭) গ্রেপ্তার হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। জুবায়ের রাজশাহী জেলার তানোর থানার যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি সাদিপুর গ্রামের মৃত আবু বাক্কারের ছেলে। পাসপোর্ট নম্বর ইড-০৫৬৮২৪৬ ব্যবহার করে তিনি দর্শনা জয়নগর ইমিগ্রেশন হয়ে ভারতের গেদে সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করছিলেন। গ্রেপ্তারের পর দর্শনা থানা পুলিশ তাকে হেফাজতে নিয়ে জেলহাজতে পাঠায়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে তানোর থানায় ২০২৪ সালের ১লা সেপ্টেম্বর দায়েরকৃত ১৪৩/৩২৩/০০৭/৩৮৫/৩১৬/৩০৯/৫০৬ ধারায় ২২১ ও ২২৮ নম্বর মামলা রয়েছে।