শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার গোবরগাড়ায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ১৮-০৬-২০২৫ ইং
চুয়াডাঙ্গার গোবরগাড়ায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপি ইউনিয়নের গোবরগাড়া গ্রামে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন মারজিয়া আক্তার (২১) নামের এক প্রবাসীর স্ত্রী। ওই গৃহবধূ মালয়েশিয়া প্রবাসী শামীম হোসেনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে বাড়ির সবাই কাজে ব্যস্ত থাকায় মারজিয়া একাই ছিল। সকাল সাড়ে ৮টার দিকে শ্বশুর বাবুল মোল্লা খোঁজাখুঁজি করে না পেয়ে ঘরে ঢুকে ফ্যানের হ্যাঙ্গারে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে মরদেহ নামান।

স্থানীয়রা জানান, প্রায় দুই বছর আগে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানার হরিশপুর এলাকার মারজিয়ার সাথে চুয়াডাঙ্গা সদরের গোবরগাড়ার শামীমের বিয়ে হয়। দাম্পত্য জীবনে কোনো বিরোধের কথা শোনা যায়নি বলে জানান প্রতিবেশীরা। তাই আত্মহত্যার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়ে তিতুদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাহমুদুল হাসান ও পরে দর্শনা থানার অফিসার ইনচার্জ (অপারেশন) অনুপ কুমার ঘটনাস্থলে যান।

এ বিষয়ে ওসি (অপারেশন) অনুপ কুমার জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বুধবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী কাবিল উদ্দিনের ইন্তেকাল