ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের কৃষক আবু বক্কর সিদ্দিক আঙুর চাষে অভাবনীয় সাফল্য পেয়েছেন। এখন তার বাগানের প্রতিটি গাছে থোকা থোকা লাল, কালো ও সবুজ আঙুর ঝুলছে। দৃষ্টিনন্দন এই বাগান দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে ছুটে আসছেন শত শত মানুষ। আবু বক্কর জানান, গত বছর দেড় বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে ৩২০টি আঙুর গাছ রোপণ করেন। পরে গাছগুলো বড় হলে মাচায় তুলে দেন এবং লাইন ধরে ছড়িয়ে দেন। এরই মধ্যে গাছে ফুল-ফল আসা শুরু হয়।
চাষি আবু বক্কর সিদ্দিক বলেন, ‘অনেকের ধারণা, দেশে উৎপাদিত আঙুর টক হয়। কিন্তু আমার বাগানে উৎপাদিত তিন জাতের আঙুরই মিষ্টি।’ তিনি আরও জানান, প্রতিটি গাছে এবার গড়ে ১০ থেকে ১৫ কেজি করে আঙুর ধরেছে। গাছের ভারে মাচা পর্যন্ত ঝুঁকে পড়ছে। পাইকারি বাজারে প্রতি কেজি ৩২০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি করছেন। ইতিমধ্যে বাগান দেখতে আসা মানুষদের প্রতিদিন ১৪-১৫ কেজি আঙুর খাওয়াচ্ছেন। এবারের মৌসুমে তার ৫ থেকে ৭ লাখ টাকার আঙুর বিক্রির আশা করছেন তিনি।
প্রতিবেদক মহেশপুর