বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর পৌরসভার ৫ নং ওয়ার্ডে শব্দ দূষনে অতিষ্ঠ এলাকাবাসী

  • আপলোড তারিখঃ ২২-০১-২০১৭ ইং
জীবননগর পৌরসভার ৫ নং ওয়ার্ডে শব্দ দূষনে অতিষ্ঠ এলাকাবাসী

`dfzgfdg`

জীবননগর অফিস: জীবননগর পৌরসভার ৫নং ওয়ার্ডে শব্দ দূষনে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। উচ্চস্বরে গান বাজনা করায় ছেলে-মেয়েদের লেখাপড়ার চরম ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে জীবননগর পৌরসভার ৫নং ওয়ার্ড লক্ষীপুর গ্রামে প্রতিদিনই একের পর এক বাসা বাড়িতে উচ্চ স্বরে সাউন্ড বক্স বাজিয়ে উচ্চস্বরে গান বাজনা বাজিয়ে থাকে। এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে লক্ষীপুর গ্রামে যে কোন অনুষ্ঠান হোক কিংবা বিনা অনুষ্ঠান  সকল সময় উচ্চস্বরে গান বাজানো হয়ে থাকে। অনুষ্ঠানে মধ্যে সুন্নতে খাৎনা, ছেলে-মেয়ের মুখে ভাত, বিবাহ, পিকনিকসহ নানান ধরনের অনুষ্ঠানে প্রতিনিয়ত উচ্চস্বরে সাউন্ড দিয়ে উঠতি বয়সের যুবকরা করে থাকে। যার ফলে দিনের পর দিন পৌরসভার ৫নং ওয়ার্ড বাসী চরম আতঙ্কের মধ্যে দিন যাপন করছে। তারা আরও জানান এ ধরনের উঠতি বয়সের যুবকরা এত উচ্চ স্বরে গান বাজনা শুনে থাকে তাদের সেই সাউন্ডে মসুল্লিরা মসজিদ কিংবা বাড়িতে নামাজ পড়তে পারে না পাশাপাশি স্কুল কলেজের ছেলে-মেয়েদের পড়াশোনারও চরম ব্যাঘাত ঘটছে শুধু তাই নয় গ্রামে যে সমস্থ প্রবীন বৃদ্ধ বয়স্ক অসুস্থ মানুষ তাদের উচ্চ স্বরে গান বাজানোর ফলে রাতে ঘুমাতে পারেন না। তারা আরও বলেন এ বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক, জনপ্রতিনিধিদের কাছে অনেকবার বলা হয়েছে কিন্তু তাতে কোন ফল পাওয়া যায়নি আবার এলাকার সাধারন মানুষ তাদেরকে নিষেধ করলে মারমুখো হয়ে আসে যার ফলে তাদের ভয়তে কেউ মুখ খুলতে চাইনা। তাই এলাকার ভুক্তভোগী সচেতন মহল উচ্চ স্বরে শব্দ দূষন বন্ধের দাবিতে উর্দ্ধতন কর্মকর্তার আশুহস্তক্ষেপ কামনা করছেন।



কমেন্ট বক্স
notebook

হারদী ইউনিয়নে ধানের শীষের প্রচারণায় শরীফুজ্জামান শরীফের পাশে তৃণমূলের ঢল