ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

উথলী শ্বশান কমিটি’র সাথে এমপি টগরের মতবিনিময়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৫৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭
  • / ৪২৬ বার পড়া হয়েছে

IMG_20170305_202552 (FILEminimizer)

উথলী প্রতিনিধি: চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগরের সাথে ঘপঘপি শ্বশানের কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় হয়েছে। গতকাল রাত ৮টার সময় এমপি টগরের বাসভবনে শ্বশানের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। তিনি ধৈর্য্য সহকারে সমস্যা শুনে শ্বশানের উন্নয়নে দ্রুত ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন উথলী ঘপঘপি শ্বশানের সভাপতি ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাঃ সম্পাদক জীবননগর উপজেলা শাখা শ্রী জীবন সেন, সাধারণ সম্পাদক শ্রী রাম চন্দ্র রাজবংশী, সহ সভাপতি অনন্ত হালদার, যুগ্ম সাঃ সম্পাদক শ্রী অশিত সরকার, কোষাধক্ষ সরজিৎ কর্মকার ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাঃ সম্পাদক লুৎফর রহমান লুতু, উথলী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক সাংগঠনিক সম্পাদক নিরাপদ হালদার, প্রচার সম্পাদক খোকন বিশ্বাস, দপ্তর সম্পাদক আনন্দ কর্মকার, খোকন, সুনীল দাস, রাধে, সুবল, দেবেন, স্বপন হালদার, পতিতপবন ও নিখিল চন্দ্র সেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

উথলী শ্বশান কমিটি’র সাথে এমপি টগরের মতবিনিময়

আপলোড টাইম : ০৪:৫৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭

IMG_20170305_202552 (FILEminimizer)

উথলী প্রতিনিধি: চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগরের সাথে ঘপঘপি শ্বশানের কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় হয়েছে। গতকাল রাত ৮টার সময় এমপি টগরের বাসভবনে শ্বশানের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। তিনি ধৈর্য্য সহকারে সমস্যা শুনে শ্বশানের উন্নয়নে দ্রুত ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন উথলী ঘপঘপি শ্বশানের সভাপতি ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাঃ সম্পাদক জীবননগর উপজেলা শাখা শ্রী জীবন সেন, সাধারণ সম্পাদক শ্রী রাম চন্দ্র রাজবংশী, সহ সভাপতি অনন্ত হালদার, যুগ্ম সাঃ সম্পাদক শ্রী অশিত সরকার, কোষাধক্ষ সরজিৎ কর্মকার ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাঃ সম্পাদক লুৎফর রহমান লুতু, উথলী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক সাংগঠনিক সম্পাদক নিরাপদ হালদার, প্রচার সম্পাদক খোকন বিশ্বাস, দপ্তর সম্পাদক আনন্দ কর্মকার, খোকন, সুনীল দাস, রাধে, সুবল, দেবেন, স্বপন হালদার, পতিতপবন ও নিখিল চন্দ্র সেন।